পাঁচ দফা দাবিতে ৪৪-৪৭তম বিসিএস প্রার্থীদের অবস্থান কর্মসূচি
৬ এপ্রিল ২০২৫ ১৫:২৮ | আপডেট: ৬ এপ্রিল ২০২৫ ১৬:২৭
রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের মূল ফটকের সামনে ৪৪-৪৭ পর্যন্ত বিসিএস প্রার্থীদের অবস্থান কর্মসূচি – ছবি : সারাবাংলা
ঢাকা: আগামী মে মাসের মধ্যে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা সম্পন্ন করা এবং চলমান ৪৪-৪৭ পর্যন্ত বিসিএসগুলোর সুস্পষ্ট রোডম্যাপের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন চার বিসিএস প্রার্থীরা।
রোববার (৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের মূল ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচি পালন শেষে সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
জানতে চাইলে বিসিএস প্রার্থী আশিকুর রহমান সারাবাংলাকে বলেন, ‘আমরা ৪৪তম বিসিএস ব্যাচ সেই ২০২১ সাল থেকে বিসিএস চক্রে আটকে আছি। আর পৃথিবীর ক্যালেন্ডারে এখন ২০২৫ সাল।
বর্তমান ও আগের কমিশনসহ গত প্রায় এক বছর ধরে আমাদের মৌখিক পরীক্ষা চলছে।’
তিনি বলেন, ‘আমাদের চরমভাবে হতাশ করে এপ্রিলে মাত্র ৪ দিনের ভাইভা-বোর্ডের তারিখ দেয়া হয়েছে। এতে মাত্র ৭২০ জনের ভাইভার তারিখ পড়ছে। অথচ কমিশন চাইলে এপ্রিল ও মে মাস বোর্ড সংখ্যা বাড়িয়ে প্রায় ১ হাজার ৭০০ আর জেনারেলের ক্যাডারের ৫ হাজার ৩০০ জনের ভাইভা শেষ করে জুনের আগে চূড়ান্ত রেজাল্ট দিতে পারে। এছাড়া ৪৫তম বিসিএসের লিখিত ফলাফল প্রকাশিত হওয়ার আগেই ৪৬তম লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।
আরেক পরীক্ষার্থী তামান্না জান্নাত ঐশি বলেন, দীর্ঘসূত্রতার বলি হয়ে অনেক প্রার্থীকে বাধ্য হয়ে ৪৪, ৪৫ ও ৪৬ লিখিত পরীক্ষা দিতে হচ্ছে। ইতোমধ্যে ৪৭তম প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। অধিকাংশ প্রার্থীর ৩টা লিখিত পরীক্ষা দিয়ে আবার ৪৭তম প্রিলিমিনারি পরীক্ষার জন্যও প্রস্তুতি নিতে হবে- যা রীতিমত অন্যায় ও অমানবিক।’
‘
একই অভিযোগ করে মোহাম্মদ শরীয়ত উল্লাহ বলেন, ‘আমাদের মূল্যবান সময় আমরা এভাবে বেকার থেকে নষ্ট করছি। ৪৪তম বিসিএসের ভাইবা শেষ হয়ে গেলে আমাদের আর পরবর্তী বিসিএসের জন্য কষ্ট করে পরীক্ষা দিতে হতো না।’
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া চারটি (৪৪-৪৭তম) বিসিএস প্রার্থীদের ৫ দফা দাবিগুলো হচ্ছে- ৪৪তম বিসিএসের রোডম্যাপ প্রণয়ন (অবশিষ্ট ভাইভা প্রার্থীদের পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ, মে’র মধ্যে ভাইভা সম্পন্ন ও জুনের মধ্যে চূড়ান্ত চুড়ান্ত ফলাফল প্রদান);
৪৪তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডারে পদসংখ্যা বাড়িয়ে ভাইভা-উত্তীর্ণ সবার জন্য চাকরির ব্যবস্থা করা;
ক্যাডার ও নন-ক্যাডারের পদসংখ্যা বাড়ানো এবং নন-ক্যাড়ার বিধি ২০২৩ বাতিল করা;
৪৫তম বিসিএসের রোডম্যাপ প্রণয়ন (৪৪তম বিসিএসর চূড়ান্ত রেজাল্ট শেষে ৪৫তম লিখিত ফলাফল প্রকাশ, দ্রুত ভাইভা শুরু এবং চলতি ২০২৫ সালের ডিসেম্বরের আগে শেষ করা);
৪৬তম বিসিএসের রোডম্যাপ প্রণয়ন (৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল ও ৪৫তম বিসিএসের লিখিত ফলাফল ঘোষণার পর ৪৬তম লিখিত পরীক্ষার আয়োজন করা); এতে করে একই প্রার্থীর একাধিক বিসিএস-এ অংশ নেওয়ার প্রয়াজন হ্রাস পাবে- যা ফলাফল প্রক্রিয়া ও সার্বিক বিষয়ের জন্য অনুকূল; এতে আগামী বছরের জুনের মধ্য ৪৬তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রদান করা সম্ভব হবে।
৪৭তম প্রিলিমিনারি পরীক্ষার রোডম্যাপ প্রণয়ন (৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার অন্তত: দুই মাস পর ৪৭তম প্রিলিমিনারি পরীক্ষার আয়োজন করা)।
পরীক্ষার্থীদের মতে, এ ধরনের পরিকল্পনার মাধ্যমে বিসিএসের বর্তমান জট ও দীর্ঘসূত্রিতা কাটানো সম্ভব।
সারাবাংলা/এনএল/আরএস