ঢাকা: পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ বেশ কয়েকটি ছুটি মিলিয়ে টানা ৪০ দিন বন্ধ ছিলো শিক্ষা প্রতিষ্ঠান। সেই দীর্ঘ ছুটি শেষ হচ্ছে সোমবার (৮ এপ্রিল)। এরপর মঙ্গলবার (৯ এপ্রিল) থেকে খুলছে স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। স্কুল খোলার দুইদিন পর অর্থাৎ ১০ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। ফলে যেসকল বিদ্যালয়ে পরীক্ষাকেন্দ্র রয়েছে সেসব বিদ্যালয় বন্ধ থাকবে আরও প্রায় এক মাস।
২০২৫ সালের শিক্ষাপুঞ্জি অনুযায়ী এই ছুটি নির্ধারন করা ছিলো। সেখানে পবিত্র রমজান, দোলযাত্রা, মহান স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতরের ছুটি একসঙ্গে রাখা হয়। শিক্ষাপুঞ্জি অনুসরণ করে গত ২৭ ফেব্রুয়ারি পবিত্র রমজান শুরুর আগে সবশেষ ক্লাস নেওয়া হয়। ওইদিনই স্কুলগুলোতে ছুটির নোটিশ জারি করা হয়। তবে কিছু কিছু বেসরকারি ও ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ১৩ রমজান পর্যন্ত পাঠদান অব্যাহত রাখে। এতো দীর্ঘ ছুটি দেওয়ায় অভিভাবকরা প্রতিবাদ জানিয়ে আরও কিছুদিন স্কুল খোলা রাখার পরামর্শ দিলেও সরকার শিক্ষাপুঞ্জি মেনেই ছুটি বহাল রেখেছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর-মাউশি সূত্রে জানা গেছে, বুধবার (৯ এপ্রিল) খুলে যাচ্ছে সকল শিক্ষা প্রতিষ্ঠান। ওইদিন থেকে পুরোদমে ক্লাস শুরু হবে। মাউশি কর্মকর্তারা জানিয়েছেন যেসকল শিক্ষার্থী এখনো নতুন বই পায়নি, তাদের হাতে বই পৌছে দেওয়া হবে। বই দেরি করে পাওয়া এবং দীর্ঘ ছুটির কারনে যে শিখন ঘাটতি হয়েছে তা পূরণে শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে ১০ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। যেসকল বিদ্যালয়ে পরীক্ষাকেন্দ্র পরবে সেসব বিদ্যালয় বন্ধ থাকবে।