চ্যাম্পিয়নস লিগ
বার্সাকে হারানোর স্বপ্ন দেখছে ডর্টমুন্ড
৭ এপ্রিল ২০২৫ ১২:৩৭
নতুন ফরম্যাটে হওয়া এবারের চ্যাম্পিয়নস লিগের শুরু থেকেই উড়ছে বার্সেলোনা। প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছেন কাতালানরা। সেখানে তাদের প্রতিপক্ষ জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড। জমজমাট এই লড়াইয়ের আগে ডর্টমুন্ড ফুটবলাররা আশাবাদী, বার্সেলোনাকে হারিয়ে সেমিফাইনালে খেলবেন তারা।
গ্রুপ পর্বে দাপটের সঙ্গে খেলে শীর্ষ ৮ এ থেকে সরাসরি দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেছে বার্সা। অন্যদিকে প্লে-অফ খেলে শেষ ১৬এর টিকিট পেতে হয়েছে ডর্টমুন্ডকে। দুই দলই দ্বিতীয় রাউন্ডের বাধা পেরিয়ে পৌঁছে গেছে কোয়ার্টার ফাইনালে।
চ্যাম্পিয়নস লিগের শেষ ৮ এ এবার মুখোমুখি বার্সা-ডর্টমুন্ড। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আগামী ১০ এপ্রিল রাত ১টায় বার্সার মাঠ অলিম্পিক স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।
হাই ভোল্টেজ এই ম্যাচের আগে ডর্টমুন্ড ফরোয়ার্ড করিম আদেমি বলছেন, ‘আমি বিশ্বাস করি এই ম্যাচে আমরা ভালো ফলাফল নিয়েই বাড়ি ফিরতে পারব।’
মিডফিল্ডার প্যাসকেল গ্রোস বলছেন, বার্সার বিপক্ষে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তিনি, ‘এরকম চ্যালেঞ্জের চেয়ে উত্তেজনাপূর্ণ আর কিছুই হতে পারে না। ম্যাচটা কঠিন হবে। তবে আমরা জয়ের ব্যাপারে আশাবাদী।’
ডর্টমুন্ড গোলকিপার জের্জর কোবেল জানিয়েছেন, নিজেদের সবটা দিয়েই বার্সার বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চান তারা, ‘এটা আমাদের জন্য দারুণ এক সুযোগ। কোনো চাপ ছাড়াই আমরা খেলতে নামব। মাঠে নিজেদের সবটাই দেব।’
ফুটবলারদের মতো ডর্টমুন্ড কোচ নিকো কোভাচও জয়ের স্বপ্ন দেখছেন, ‘আমরা ঠিক পথেই আছি। মনোযোগটা ধরে রাখতে হবে। আমি আত্মবিশ্বাসী যে বার্সার বিপক্ষে দলের সবাই নিজেদের সব উজাড় করেই খেলবে।’
সারাবাংলা/এফএম
কোয়ার্টার ফাইনাল চ্যাম্পিয়নস লিগ বরুশিয়া ডর্টমুন্ড বার্সেলোনা