Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজায় চলমান হামলার মধ্যেই আকস্মিক সফরে ওয়াশিংটনে নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
৭ এপ্রিল ২০২৫ ১১:৩৯ | আপডেট: ৭ এপ্রিল ২০২৫ ১৪:১১

ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে হামলা এবং ভূখণ্ডটির প্রতিরোধ যোদ্ধা হামাসের পালটা রকেট হামলার মধ্যে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে পৌঁছেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই সফরে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে গাজা যুদ্ধ পরিস্থিতি ও দেশটির ওপর যুক্তরাষ্ট্রের শুল্কারোপ নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।

ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, রোববার (৬ এপ্রিল) স্থানীয় সময় রাতে স্ত্রী সারাকে নিয়ে ওয়াশিংটনে পৌঁছেন বেনিয়ামিন নেতানিয়াহু।

বিজ্ঞাপন

সফরে ইসরাইলি প্রধানমন্ত্রী আগামী দুইদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটির ঊধ্বর্তন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। মূলত গাজা উপত্যকায় চলমান যুদ্ধ ও জিম্মিদের মুক্তি, সেইসঙ্গে ট্রাম্পের নতুন শুল্ক নীতি, যেখানে অন্যান্য দেশের মতো ইসরাইলি পণ্যের ওপর ১৭ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে সেসব বিষয়ে আলোচনা হবে।

টাইমস অব ইসরায়েল বলেছে, সফর সূচি ঘোষণা করার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে রোববার হাঙ্গেরির বুদাপেস্ট থেকে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হন নেতানিয়াহু।

আগামী মঙ্গলবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকার কথা রয়েছে ইসরাইলি প্রধানমন্ত্রীর। তবে চ্যানেল ১২ জানিয়েছে, নেতানিয়াহুর এই সফরের মেয়াদ বাড়ানো হতে পারে।

গত সপ্তাহে নেতানিয়াহু, ট্রাম্প এবং হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনার পর ইসরাইলি প্রধানমন্ত্রী এই সফরের পরিকল্পনা করা হয় বলে জানা গেছে।

হোয়াইট হাউসের ওভাল অফিসে সোমবার স্থানীয় সময় দুপুর ১টায় ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন নেতানিয়াহু। এছাড়া ইসরাইলি প্রধানমন্ত্রী মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সঙ্গেও দেখা করবেন। বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড মূলত ট্রাম্পের শুল্ক নীতির তত্ত্বাবধান করেন।

বিজ্ঞাপন

এদিকে ইসরাইলি সংবাদমাধ্যম দৈনিক হারেৎজ এক প্রতিবেদনে জানিয়েছে, নেতানিয়াহুর ওপর আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। ফলে তাকে বহনকারী বিমানটিকে জরুরি অবতরণে বাধ্য করা হতে পারে এমন কয়েকটি দেশের আকাসসীমা এড়িয়ে যাওয়া হয়েছে।

হারেৎজ বলেছে, ইসরাইলি কর্মকর্তারা মনে করেন, আয়ারল্যান্ড, আইসল্যান্ড এবং নেদারল্যান্ডসের মতো দেশগুলো গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে জারি করা আইসিসির পরোয়ানা কার্যকর করবে। ফলে এসব দেশের আকাশসীমা এড়িয়ে উইং অব জায়ন ক্রোয়েশিয়া, ইতালি এবং ফ্রান্সের ওপর দিয়ে ওয়াশিংটনে পৌঁছায়।

সারাবাংলা/এনজেড/এসআর

আকস্মিক সফর ওয়াশিংটন গাজায় হামলা নেতানিয়াহু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর