Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিনিয়োগ সম্মেলন শুরু, সম্ভাবনাময় পাঁচ খাতে ফোকাস

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৫ ১২:৫০ | আপডেট: ৭ এপ্রিল ২০২৫ ১৩:৩৮

ফুল দিয়ে স্বাগত জানানো হচ্ছে অতিথিদের। ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক পেইজ

ঢাকা: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজনে চার দিনব্যাপী ‘বিনিয়োগ সম্মেলন-২০২৫’ শুরু হয়েছে। এ সম্মেলনে বিদেশি বিনিয়োগকারীদের কাছে দেশের সম্ভাবনাময় পাঁচটি (নবায়নযোগ্য জ্বালানি, কৃষি প্রক্রিয়াকরণ, ফার্মাসিটিক্যাল, ডিজিটাল ইকোনমি ও টেক্সটাইল) খাতে বিনিয়োগের সুযোগ-সুবিধা তুলে ধরে উৎসাহিত করা হবে।

সোমবার (৭ এপ্রিল) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ সম্মেলন শুরু হয়।

বিজ্ঞাপন

কোরিয়ান ইপিজেড পরিদর্শন করছেন বিদেশি বিনিয়োগকারীরা। ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক পেইজ

বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনে সোমবার সকালে একদল বিদেশি বিনিয়োগকারী বিশেষ ফ্লাইটে চট্টগ্রামে গেছেন। সেখানে তারা কেইপিজেড পরিদর্শন করেন।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, প্রথম দিনের কর্মসূচিকে দুটি ট্র্যাকে ভাগ করেছে বিডা। প্রথম ট্র্যাকে ৬০ জনের বেশি বিদেশি বিনিয়োগকারীকে নিয়ে একটি স্পেশাল ফ্লাইট চট্টগ্রাম গেছে। সেখান থেকে কোরিয়ান ইপিজেড ও মিরসরাইতে স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শন করে রাতে ফিরে আসবে।

ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক পেইজ

বিডা জানায়, যারা গেছেন, তারা হলেন সেসব উদ্যোক্তা যারা মনে করছেন তাদের সেখানে একটি ফ্যাক্টরি স্থাপন করতে হবে। তাদের জায়গা জমি লাগবে। তাদের জন্য আমরা কী ধরনের সাপোর্ট সিস্টেম তৈরি করতে পারি তা তারা সরেজমিনে দেখবেন।

সম্মেলন সম্পর্কে বিডা জানায়, বাংলাদেশ সম্পর্কে বিশ্ববাসীর যে নেতিবাচক ধারণা রয়েছে, তা পাল্টাতে হবে। দ্বিতীয়ত বাংলাদেশে ব্যবসা করার যেসব সমস্যা রয়েছে সেগুলো দ্রুত নিরসন করতে হবে। এবারের বিনিয়োগ সম্মেলন শেষ হওয়ার পর অংশগ্রহণকারী বিভিন্ন কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের কাছ থেকে প্রতিশ্রুতিসহ তালিকা তৈরি করা সম্ভব হবে। সে তালিকা অনুযায়ী আগামী এক থেকে দেড় বছরের মধ্যে তাদের সঙ্গে যোগাযোগ ও প্রতিশ্রুত সুযোগ-সুবিধা নিশ্চিত করে বিনিয়োগ করানো সম্ভব হবে।

বিজ্ঞাপন

বিডা জানায়, এবারের সম্মেলনে বিদেশি বিনিয়োগকারীদের কাছে সম্ভাবনাময় মোট পাঁচটি সেক্টরে (নবায়নযোগ্য জ্বালানি, কৃষি প্রক্রিয়াকরণ, ফার্মাসিটিক্যাল, ডিজিটাল ইকোনমি ও টেক্সটাইল) বিনিয়োগের সুযোগ-সুবিধা তুলে ধরে উৎসাহিত করা হবে। এরই অংশ হিসেবে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে একজন আরেকজনের সঙ্গে দেখা করবে, কথা বলবে যাতে ভবিষ্যতে এর মাধ্যমে জয়েন্ট ভেঞ্চার তৈরি হয়। বিদেশি বিনিয়োগকারীদের একত্রে এনে বাংলাদেশে বিনিয়োগের জন্য তাদের মনের সব জিজ্ঞাসার জবাব দেওয়ার জন্য সরকারের উপদেষ্টা, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনার সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে। বিদেশি বিনিয়োগকারীদের পাশাপাশি দেশীয় বিনিয়োগকারীদের কেউ নিজেদের পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার সুযোগ করে দেওয়া হচ্ছে।

কোরিয়ান ইপিজেডের ভেতর কারখানা ঘুরে দেখছেন বিনিয়োগকারীরা। ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক পেইজ

পরবর্তী তিনদিনের কর্মসূচী: সোমবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে স্টার্টআপ কানেক্ট নামে সারাদিনের অনুষ্ঠান সূচি রয়েছে। সেখানে যারা আরলি স্টেজ স্টার্টআপ এবং যেসব ভেঞ্চার বিনিয়োগকারী আসছেন তাদের মধ্যে ম্যাচমেকিং ইভেন্ট, নেটওয়ার্কিং ও প্যানেল হবে। সারাদিন স্টার্টআপ ইভেন্টকে ফোকাস করা হবে।

মঙ্গলবার (৮ এপ্রিল) প্রথম বেলায় বিনিয়োগকারীদের নারায়ণগঞ্জের আড়াইহাজারে (যেখানে জাপানি ইকোনমিক জোন রয়েছে) সরেজমিন পরিদর্শন করে সেখানকার ফ্যাক্টরির মালিকদের সঙ্গে কথা বলে কী ধরনের কর্মকাণ্ড হচ্ছে তা বুঝে তাদের বিনিয়োগের জন্য কতটুকু সুযোগ সুবিধা রয়েছে তা দেখবেন।

দ্বিতীয় ধাপে বিশ্বব্যাংক ও আইএলওর সাথে কিছু এঙ্গেজমেন্ট আছে। তারা এফডিআই রিলেটেড কিছু ব্যাপারে আলোচনার মাধ্যমে ভবিষ্যতে বিনিয়োগের জন্য কী ধরনের পদক্ষেপ নেওয়া যায় সে ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষরিত হবে।

ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক পেইজ

বুধবার (৯ এপ্রিল) উদ্বোধনী অনুষ্ঠান হবে। সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উদ্বোধনের অনুষ্ঠানটুকু ছাড়া সারাদিনই একাধিক (৩/৪টা) প্যারালাল অনুষ্ঠান চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে কিছু বিনিয়োগকারীকে পুরস্কৃত করা হবে। একই সঙ্গে কিছু বিদেশি বিনিয়োগকারী বক্তব্য দেবেন। সেখান থেকে আমরা বোঝার চেষ্টা করবো আর কী করলে বাংলাদেশ বিনিয়োগের জন্য বেটার ডেস্টিনেশন হিসেবে প্রতিষ্ঠা পাবে।

পরবর্তী সময়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইয়ুথ এন্টারপ্রেনিয়রশিপ মেলার আয়োজন থাকবে। উপদেষ্টা সেখানে আরলি স্টেজ কোম্পানির সাথে কথা বলবেন।

দ্বিতীয় ধাপে রিনিউয়েবল এনার্জি নিয়ে কথা হবে। বেশ কয়েকটি কোম্পানির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। তারা ইনভেস্টমেন্ট প্রমিস করলে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিনিয়োগকারীদের সাথে বিভিন্ন বিষয়ে ফলোআপ কথাবার্তা হবে ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। সন্ধ্যায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশকে ফুটিয়ে তোলা হবে।

সারাবাংলা/আরএস

বিনিয়োগ সম্মেলন ২০২৫