Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম বন্দরে চোর আটক

স্টাফ করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৫ ১২:৩৩

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বন্দরে যন্ত্রাংশ চুরির দায়ে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।রোববার (৬ এপ্রিল) গভীর রাতে বন্দরের ৭ নম্বর শেড এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মো. হারুন (৩৫)।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক সারাবাংলাকে জানান, রোববার রাত দুইটার চট্টগ্রাম বন্দরের ভেতর থেকে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে এক ব্যক্তিকে আটক করে নিরাপত্তা কর্মীরা। পরে তাকে তল্লাশি চালিয়ে কিছু যন্ত্রাংশ পাওয়া যায়। ওসব যন্ত্রাংশ তিনি বন্দরের ভেতর থেকে চুরি করেছেন বলে স্বীকার করেছেন।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এ কর্মকর্তা।

সারাবাংলা/আইসি/এসআর

চট্টগ্রাম চট্টগ্রাম বন্দর চোর আটক যন্ত্রাংশ চুরি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর