Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ, কড়া নিরাপত্তা ব্যবস্থা

স্টাফ করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৫ ১৪:৩৮ | আপডেট: ৭ এপ্রিল ২০২৫ ১৭:৩৮

গাজা হামলার প্রতিবাদে সোমবার দুপুরে রাজধানীর গুলশানে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ মিছিল করে বিক্ষুব্ধ জনতা

ঢাকা: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে দেশজুড়ে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হচ্ছে। এরই অংশ হিসেবে রাজধানীর গুলশানে অবস্থিত মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে দূতাবাস ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) দুপুরে মার্কিন দূতাবাসের সামনে মহাসড়কে অবস্থান নেয় বিক্ষুব্ধ জনতা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মিছিলের সামনে পুলিশ সদস্যরাও ছিলেন।

বিজ্ঞাপন

এদিকে, চলমান পরিস্থিতির কারণে সোমবার সকাল থেকেই মার্কিন দূতাবাসের সামনে অবস্থান নিয়েছেন সেনা সদস্যরা। তারা এক প্রকার মানবপ্রাচীর তৈরি করে রেখেছেন। অধিকাংশ মানুষদের তল্লাশি করা হচ্ছে।

ডিএমপির গুলশান বিভাগের উপ কমিশনার তারেক মাহমুদ বলেন, ছাত্র-জনতা ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা একটি শান্তিপূর্ণ মিছিল নিয়ে নতুন বাজারের দিকে আসে। এখানে তারা অবস্থান করছে। মিছিল শেষে তারা চলে যাবে।

সারাবাংলা/এমএইচ/আরএস

নিরাপত্তা জোরদার মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ মিছিল