Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে অপহৃত আট মাসের শিশু উদ্ধার, গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৭ এপ্রিল ২০২৫ ১৫:০৩

উদ্ধার হওয়া শিশুটিকে সুস্থ অবস্থায় বাবা-মায়ের কাছে হস্তান্তর করে পুলিশ।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে ভাড়া বাসা থেকে মোছা. দিঘী মনি নামে আট মাসের এক শিশুকে অপহরণের পর বিক্রির ঘটনার আট দিন পর যশোর থেকে শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) দুপুরে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া শিশুটি সিরাজগঞ্জ শহরের গয়লা মহল্লার বাপ্পী মন্ডলের মেয়ে।

অপহরণকারীরা হলেন- বগুড়ার ধুনট উপজেলার চরখাদুলী গ্রামের মৃত গোলজার সেখের ছেলে কালাম সেখ (৪০) ও একই উপজেলার কুড়িগাতি গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে হারুন অর রশিদ (৪৪)।

ওসি মোহাম্মদ আসাদুজ্জামান জানান, শহরের গয়লা মহল্লার বাপ্পী মন্ডল তার স্ত্রী মরিয়ম খাতুন ও মেয়ে শিশু দিঘি মনিকে নিয়ে রায়গঞ্জ উপজেলার রনতিথা গ্রামের বাদশা মিয়ার বাসায় ভাড়া থাকেন। গত রোববার (৩০ মার্চ) দুপুরে শিশুটির মাকে ঘোল (মাঠা) খাইয়ে অচেতন করে ওই বাড়ি থেকে শিশু দিঘি মনিকে অপহরণ করা হয়। এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার (৪ এপ্রিল) রংপুর থেকে কালাম শেখকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার (৫ এপ্রিল) রায়গঞ্জ থেকে এ চক্রের অপর সদস্য হারুন অর রশিদকে গ্রেফতার করা হয়। তার তথ্যের ভিত্তিতে রোববার (৬ এপ্রিল) দুপুরে যশোরের কোতয়ালী উপজেলার তালবাড়িয়া গ্রামের সামিউল ইসলামের হেফাজত থেকে অপহৃত শিশু দিঘি মনিকে উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, ৪২ বছর বয়সী সামিউল ইসলাম নি:সন্তান। ভূয়া বাবা-মা সেজে স্টাম্পের মাধ্যমে চুক্তি করে ৮০ হাজার টাকায় তার কাছে শিশু দিঘি মনিকে বিক্রি করা হয়েছিল। এ চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

উদ্ধার হওয়া শিশুটিকে সুস্থ অবস্থায় বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ

আট মাসের শিশু অপহরণ