Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজায় গণহত্যার প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৫ ১৫:০৬ | আপডেট: ৭ এপ্রিল ২০২৫ ১৫:২৩

ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল। ছবি: সংগৃহীত

নেত্রকোনা: দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) দুপুরে নেত্রকোনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সম্মিলিতভাবে এ বিক্ষোভ মিছিল বের করে।

বিশাল মিছিলটি পৌর শহরের শহিদ মিনার থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে ফিলিস্তিনের পতাকা হাতে সড়কের দু’পাশে সারিবদ্ধভাবে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ অংশগ্রহন করেন। এ সময় তারা ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে থাকে।

পরে নিহত ও আহত গাজাবাসীর জন্য বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কর্মসূচি গ্ৰহণসহ ইসরায়েলের বিভিন্ন পণ্য বয়কট করার আহ্বান জানান উপস্থিত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

সারাবাংলা/এনজে

গণহত্যা গাঁজা মিছিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর