সাবেক নৌ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
স্টাফ করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৫ ১৭:২১ | আপডেট: ৭ এপ্রিল ২০২৫ ১৮:২০
৭ এপ্রিল ২০২৫ ১৭:২১ | আপডেট: ৭ এপ্রিল ২০২৫ ১৮:২০
ঢাকা: অবৈধ সম্পদ অর্জনসহ সন্দেহভাজন লেনদেনের অভিযোগে সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
সোমবার (৭ এপ্রিল) মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম। বিষয়টি নিশ্চিত করেন সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।
দুদক জানায়, জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ পাঁচ কোটি ৭৩ লাখ ৮২ হাজার ৬৮৭ টাকার সম্পদ অর্জন করেছেন দিনাজপুর-২ আসনের সাবেক এমপি ও সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এছাড়া নিজ নামে ১১টি ব্যাংক হিসাব ও পাঁচটি কার্ড হিসাবে ১৩ কোটি ৬৮ লাখ ২৩ হাজার ৫১০ টাকার লেনদেন করেছেন আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদক। এর পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে মামলা করা হয়।
সারাবাংলা/আরএম/এসডব্লিউ