Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় অবস্থানরত মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৫ ১৭:৩৬ | আপডেট: ৭ এপ্রিল ২০২৫ ১৮:২০

ঢাকা: ঢাকায় অবস্থানরত মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা জারি করা হয়েছে। সোমবার (৭ এপ্রিল) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক বিবৃতিতে এ সতর্কতা জারি করা হয়।

মার্কিন দূতাবাস জানায়, গাজা সংঘাতের প্রতিক্রিয়ায় সোমবার (৭ এপ্রিল) ঢাকা এবং সারাদেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করবে এবং কেন্দ্রীয় গণবিক্ষোভে পরিণত হবে। সম্ভাব্য যানজট বৃদ্ধি এবং দূতাবাসে প্রতিবাদের উদ্দেশ্যে আন্দোলনের কারণে মার্কিন দূতাবাস এদিন বিকেলের জনসেবা সীমিত করবে। এ অবস্থায় মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বন করা উচিত।

বিজ্ঞাপন

বিবৃতিতে দূতাবাস আরও জানানো হয়, মনে রাখতে হবে, শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করা হলেও তা সংঘর্ষে পরিণত হতে পারে এবং সহিংসতায় রূপ নিতে পারে। এ অবস্থায় মার্কিন নাগরিকদের জন্য কিছু পরামর্শ দিয়েছে দূতাবাস। মার্কিন নাগরিকদের বিক্ষোভ এলাকাটি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

সারাবাংলা/জিএস/ইআ

মার্কিন দূতাবাস মার্কিন নাগরিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর