Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিরোজপুরে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও মাদরাসা অধ্যক্ষ আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৫ ১৮:১৮

সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুপুর খান

পিরোজপুর: পিরোজপুরে সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুপুর খান (৪০) ও আব্দুল আলিম (৫২) নামের এক মাদরাসা অধ্যক্ষকে আটক করেছে থানা পুলিশ।

জানা গেছে, জেলার সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুপুর খানমকে গত রোববার (৬ এপ্রিল) রাতে সদর উপজেলার কদমতলার নিজ বাড়ি থেকে আর শহরের কুমারখালী মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুল হালিমকে গত শনিবার (০৫ এপ্রিল) রাতে আটক করা হয়।

বিজ্ঞাপন

আটককৃত নুপুর খান জেলার সদর উপজেলার কদমতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. হানিফ খানের স্ত্রী। আর অধ্যক্ষ আব্দুল আলিম ওই একই ইউনিয়নের সাতবেকুটিয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

এর আগে গত ২৫ মার্চ শহরের উত্তর শিকারপুর এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে মো. সিরাজুল ইসলাম বাদী হয়ে অধ্যক্ষ আব্দুল আলিমের বিরুদ্ধে সদর থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সোবাহান বলেন, ওই অধ্যক্ষের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে।

সারাবাংলা/এইচআই

আটক গ্রেফতার পিরোজপুর মহিলা ভাইস চেয়ারম্যান মাদরাসা অধ্যক্ষ আটক