সাগরে লঘুচাপ, নিম্নচাপের শঙ্কা
৭ এপ্রিল ২০২৫ ২১:০২ | আপডেট: ৮ এপ্রিল ২০২৫ ০০:০৯
ঢাকা: দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি মঙ্গলবার ( ৮ এপ্রিল) পর্যন্ত উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং পরে উত্তর দিকে এগোতে পারে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এটি সুস্পষ্ট হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে।
সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৬টায় প্রকাশ করা আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে। একসঙ্গে টানা পাঁচ দিন অর্থাৎ ১২০ ঘণ্টার পূর্বাভাস দিয়ে থাকে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মঙ্গলবার সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আরও টানা চার দিন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানিয়েছেন, চলতি সপ্তাহের পুরোটা সময়ই বৃষ্টিপাত থাকতে পারে। দমকা হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টি হতে পারে দেশের কোথাও কোথাও। সেই সঙ্গে শীলা বৃষ্টি হতে পারে।
তিনি আরও জানিয়েছেন, সাগরে যে লঘুচাপের সৃষ্টি হয়েছে, সেটির গতিবিধি মঙ্গলবার বোঝা যাবে।
সারাবাংলা/জেআর/এইচআই
আবহাওয়ার পূর্বাভাস নিম্মচাপ নিম্মচাপের শঙ্কা লঘুচাপ সাগরে লঘুচাপ