Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় ডোমিনোজ, কেএফসি ও বাটার শোরুম ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৫ ২২:২৫ | আপডেট: ৮ এপ্রিল ২০২৫ ০৯:০৮

কেএফসিতে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে

খুলনা: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে খুলনায় বাটার শোরুম, ডোমিনোজ পিৎজা ও কেএফসিতে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে।

সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় ইসরায়েলি পণ্য রাখা ও বিক্রি করায় বিক্ষুব্ধ জনতা ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টায় ইসরায়েলের বর্বরোচিত হামলা ও হত্যাযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল শেষে বিক্ষুব্ধ জনতার একাংশ কেডিএ এভিনিউ সড়কের ময়লাপোতা এলাকায় কেএফসি ও ডোমিনোজ পিৎজার খুলনা ব্রাঞ্চে হামলা চালায়। হামলার সময় কেএফসির বাইরের গ্লাস এবং ভেতরের আসবাবপত্র ভাঙচুর করে এবং দোতলা থেকে নিচে ফেলে দেয়।

এ ছাড়া ডোমিনোজ পিৎজার খুলনা ব্রাঞ্চের সামনের গ্লাস, চেয়ার-টেবিলসহ আসবাবপত্র ভাঙচুর করা হয়। এ সময় ময়লাপোতা সড়কে অবস্থানরত বিক্ষুব্ধ জনতা দেশে সকল ধরনের ইসরায়েলি পণ্য বিক্রি বন্ধের হুঁশিয়ারি দেন। এদিকে সন্ধ্যায় শিববাড়ি মোড় সংলগ্ন টাইগার গার্ডেন হোটেলের পাশের বাটার শোরুমে হামলা করা হয়েছে।

সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, কেএফসি ও বাটার শোরুম ভাঙচুর হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেছে।

সারাবাংলা/এইচআই

কেএফসিতে হামলা-ভাঙচুর খুলনা গাজায় গণহত্যা হালমা

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর