Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজায় গণহত্যা: স্বাধীনতা কনসার্ট স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৫ ২২:৩৭

ছবি সংগৃহীত

ঢাকা: গাজা ও রাফায় নির্যাতিত জনগণের প্রতি সংহতি প্রকাশ করে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় পূর্ব নির্ধারিত ‘স্বাধীনতা কনসার্ট’ সাময়িক স্থগিত করেছে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’।

সোমবার (০৭ এপ্রিল) রাতে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মহান স্বাধীনতা দিবস সর্বজনীনভাবে উদযাপনের জন্য বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ আয়োজিত ‘স্বাধীনতা কনসার্ট’আগামী ১১ এপ্রিল রাজধানী ঢাকার জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ এবং একই দিনে চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় আলাদা আলাদা ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ফিলিস্তিনের গাজা ও রাফায় দখলদার গণহত্যাকারী ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় ইতোমধ্যেই হাজার হাজার নিরপরাধ মানুষ শাহাদাৎ বরণ করায় ১১ এপ্রিলের পরিবর্তে ১২ এপ্রিল করে ঘোষণা দিয়েছিল সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন। কিন্তু, গাজা ও রাফায় শিশু, নারী ও বৃদ্ধদেরকেও নির্মমভাবে হত্যা, গাজা উপত্যকাকে মৃত্যু উপত্যকায় পরিণত করা, পৃথিবীর মানচিত্র থেকে গাজার চিহ্ন মুছে ফেলার যে নীতি গ্রহণ করেছে ইসরায়েল, তাতে ঢাকাসহ সারাদেশের মানুষ ফুঁসে উঠেছে। এমন পরিস্থিতিতে কনসার্ট আয়োজন শোভন নয় বলে মনে করছে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন।

সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ও সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বকুল আজ রাতে এক বিবৃতিতে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানিয় বলেন, ‘এমন ভয়ঙ্কর বর্বরতার নিন্দা ভাষায় প্রকাশ সম্ভব নয়। ইসরায়েলের বর্বরতা সত্ত্বেও বিশ্ববাসীর নির্লিপ্ত আচরণ ততোধিক অমানবিক। এই প্রেক্ষিতে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের ‘স্বাধীনতা কনসার্ট সাময়িক স্থগিত করা হয়েছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এইচআই

গণহত্যা গাজায় গণহত্যা সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন স্বাধীনতা কনসার্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর