Monday 14 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় বাটা ও কেএফসিতে ভাঙচুরের ঘটনায় আটক ৩১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৫ ১২:৫৪ | আপডেট: ৮ এপ্রিল ২০২৫ ১৫:৪৬

ভাংচুরের ঘটনায় গ্রেফতারদের একাংশ।

খুলনা: খুলনা নগরীতে বাটার শো রুম এবং কেএফসি নামের রেস্টুরেন্টে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৩১ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মো. আহসান হাবিব বলেন, আটকদের সোনাডাঙ্গা থানায় রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। ভিডিও ফুটেজ ও ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও আটক করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় কিছু লোক নগরীর ময়লাপোতা মোড়ে কেএফসিতে ভাঙচুর ও লুটপাট চালায়। এরপর নগরীর শিববাড়ি মোড়ে বাটার শোরুমে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

সারাবাংলা/এনজে

কেএফসি গ্রেফতার বাটা ভাঙচুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর