Wednesday 16 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রসবকালীন মাতৃমৃত্যুর হার বাড়তে পারে: ডব্লিউএইচও

স্টাফ করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৫ ১৩:৪৬ | আপডেট: ৮ এপ্রিল ২০২৫ ১৫:৪৬

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ঢাকা: গর্ভাবস্থা ও প্রসবকালীন মাতৃমৃত্যুর হার বাড়তে পারে বলে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর প্রধান কারণ হিসেবে তারা বলছে উন্নত দেশগুলোর সহায়তা কমিয়ে দেওয়া।
এমনকি এর প্রভাব মহামারির মতোই ভয়ানক হতে পারে। সংস্থাটি আরও জানায়, মাতৃমৃত্যুহার কমাতে বছরের পর বছর ধরে চলমান অগ্রগতি হুমকির মুখে পড়েছে।

সোমবার (৭ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ জাতিসংঘের সংস্থাগুলো এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার তহবিল বন্ধ করায় বেড়ে যেতে পারে মাতৃমৃত্যুর হার।

বিজ্ঞাপন

আশঙ্কার বড় একটি কারণ হিসেবে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার সাহায্য স্থগিত করা। এছাড়া ব্রিটেনসহ অন্যান্য দেশগুলোর সহায়তা সংক্রান্ত বাজেট কমানোর ঘোষণা রয়েছে।

স্বাস্থ্য খাতে সহায়তা কমানোর কারণে এরইমধ্যে অনেক দেশে মা, নবজাতক ও শিশুস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ পরিষেবা ব্যাহত হচ্ছে বলে জানায় জাতিসংঘ।

এতে করে স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হচ্ছে, কর্মীরা চাকরি হারাচ্ছেন ও প্রয়োজনীয় ওষুধের সরবরাহ বন্ধ হয়ে যাচ্ছে। চিকিৎসা ক্ষেত্রে শৃঙ্খলা ব্যাহত হচ্ছে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

প্রসবকালীন মাতৃমৃত্যুর হার বৃদ্ধি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)

বিজ্ঞাপন

জলকেলিতে মাতোয়ারা পাহাড়িরা
১৭ এপ্রিল ২০২৫ ০০:৩১

আরো

সম্পর্কিত খবর