Wednesday 16 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মা-ভাইকে খুন করে পাহাড়ে লুকিয়ে ছিলেন ইয়াছিন

স্টাফ করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৫ ১৪:১১ | আপডেট: ৮ এপ্রিল ২০২৫ ১৫:০৪

গ্রেফতার মো. ইয়াছিন (৪০)

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের ফটিকছড়িতে মা-ছোট ভাইকে কুপিয়ে খুনের ঘটনায় ঘাতক বড় ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে রক্ষা পেতে তিনি পাহাড়ে লুকিয়ে ছিলেন।

সোমবার (৭ এপ্রিল) রাতে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের টিল্যাপাড়া পাহাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. ইয়াছিন (৪০) ফটিকছড়ির ভূজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ফকিরা বন এলাকার ভোলা গাজীর বাড়ির বাসিন্দা।

গত বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার ভুজপুর ইউনিয়নের ফকিরাবন এলাকার ভোলা মিয়ার বাড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাই মো. মাসুমের (৩৫) সঙ্গে বাকবিতণ্ডা হয় ইয়াছিনের। এক পর্যায়ে মাসুমকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করেন তার বড় ভাই ইয়াছিন। ঝগড়া থামাতে গেলে ইয়াছিন তার মা জুলেখা খাতুনকেও (৫৮) কুপিয়ে জখম করেন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নগরীর বেসরকারি সিএসটিসি হাসপাতালে নিয়ে যান। পরদিন শুক্রবার (৪ এপ্রিল) সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মাসুম মারা যান। এরপর রোববার (৬ এপ্রিল) সকালে মারা যান জুলেখা খাতুন। এ ঘটনায় খুনের শিকার মাসুমের স্ত্রী ফটিকছড়ি থানায় ইয়াছিন ও তার বউকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল হক সারাবাংলাকে বলেন, ‘ইয়াছিন ঘটনার পর থেকেই পলাতক ছিলেন। আমরা তাকে গ্রেফতার করতে চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। তার বউ ও শ্বশুরবাড়ির লোকজনের নম্বর আমরা তথ্য প্রযুক্তির সাহায্য নিয়ে ট্রেস করছিলাম। সেভাবেই তার অবস্থান আমরা শনাক্ত করি এবং অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হই। সে গ্রেফতার এড়াতে পাহাড়ে লুকিয়েছিল। তাকে আদালতে পাঠানো হচ্ছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি/ইআ

চট্টগ্রাম মা-ভাই

বিজ্ঞাপন

জলকেলিতে মাতোয়ারা পাহাড়িরা
১৭ এপ্রিল ২০২৫ ০০:৩১

আরো

সম্পর্কিত খবর