Friday 02 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘এবার পহেলা বৈশাখ উদযাপন হবে জাঁকজমকপূর্ণভাবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৫ ১৪:৪৫ | আপডেট: ৮ এপ্রিল ২০২৫ ১৬:৩৭

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সারাবাংলা

ঢাকা: বাংলা নববর্ষকে ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা সাবেক সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন বিগত বছরগুলোর চেয়েও এবার বাংলা বর্ষবরণ উদযাপন হবে ব্যপক জাঁকজমকপূর্ণভাবে। সেভাবেই আয়োজন করা হবে। তিনি বলেন, মানুষ যেন নির্বিঘ্নে এ উৎসব পালন করতে পারেন সে জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে বাংলা নববর্ষের শোভাযাত্রার নাম কি হবে সেটা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা বৈঠকে বসবেন বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৮ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তারা।

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, চৈত্র সংস্কান্তি ও নববর্ষ উপলক্ষ্যে একটা সংবাদ সম্মেলন হবে ৯ এপ্রিল। ওখানে সব প্রকাশ করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকেই এর সঙ্গে যুক্ত।

শোভাযাত্রার নাম পরিবর্তন হচ্ছে কী না? সে বিষয়ে তিনি বলেন, এ বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয় নির্ধারণ করবে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় শোভাযাত্রার আয়োজন করে। সে জন্য মঙ্গল শোভাযাত্রা নাম পরিবর্তন করার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি সিদ্ধান্ত নেবে।

অন্য বারের চেয়ে আলাদা কী? সে প্রশ্নে তিনি বলেন, চৈত্র সংক্রান্ত ছুটি ঘোষণা করা হয়েছে। বাঙালি ছাড়া এবার ২৬টি জাতি গোষ্ঠী এ উৎসব পালন করছে। এটাও ভিন্ন বিষয়।

একই অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার শোভাযাত্রা, হাতিরঝিল, রবীন্দ্র সরোবরে, রমনা, বটমূলে এবং সারাদেশের অনুষ্ঠান ও সন্ধ্যার পর যে সকল অনুষ্ঠান হবে সবর্ত্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা থাকবে।

বিজ্ঞাপন

সব সময় পুলিশ থাকবে। কোনো সিকিউরিটি থ্রেড নেই বলে উল্লেখ করেন তিনি।

এবার মঙ্গলশোভাযাত্রার পেছনে সামনে পুলিশ থাকবে না সেক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকিতে কী না? এমন প্রশ্নে  স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার নিরাপত্তা কোনোভাবে বিঘ্নিত হবে না। তবে সবকিছুর আয়োজন করবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

সারাবাংলা/জেআর/এনজে

পহেলা বৈশাখ সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর