Wednesday 16 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ফসলের ক্ষেতে মিলল মজুরের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৫ ১৭:৫৫

পটিয়া থানা, চট্টগ্রাম।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের পটিয়া উপজেলা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তির শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে উপজেলার উত্তর ছনহরা এলাকার একটি ফসলের ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত নুরুল ইসলাম (৫৩) ওই এলাকার বাসিন্দা। তিনি দিনমজুরের কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর সারাবাংলাকে জানান, সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। যেখানে নুরুল ইসলামের মরদেহ পাওয়া গেছে কিছুদূরেই তার বাড়ি। তিনি দিনমজুরের কাজ করতেন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘তার গলায় ও হাতে আঘাতের চিহ্ন আছে। তাকে রশি বা তার জাতীয় কিছু দিয়ে বেঁধে রেখে নির্যাতন করে হতে পারে বলে আমাদের ধারণা। কীভাবে তার মৃত্যু হয়েছে সেটা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে জানতে পারব।’

সারাবাংলা/আইসি/এসডব্লিউ

ক্ষেতে মিলল মরদেহ চট্টগ্রামে দিনমজুরের মরদেহ উদ্ধার পটিয়া থানা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর