Thursday 17 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কৃষি জমি বাদ দিয়ে প্রকল্প গ্রহণের তাগিদ

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৫ ১৯:০৮ | আপডেট: ৮ এপ্রিল ২০২৫ ২২:৩১

সভায় কৃষি ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

ঢাকা: কৃষি জমি বাদ দিয়ে প্রকল্প গ্রহণ করতে তাগিদ দিয়েছেন কৃষি ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেছেন, প্রকল্প গ্রহণের যথাসম্ভব কৃষি জমি বাদ দিয়ে প্রকল্প গ্রহণ করা যায় কিনা এর প্রতি গুরুত্ব দিতে হবে। যেকোনো প্রকল্পের জন্য যেটুকু জমি প্রয়োজন সেটুকু জমির জন্য প্রস্তাব দেওয়া উচিত। আর সেক্ষেত্রে স্থানীয়দের মতামতের গুরুত্ব দেওয়ার কথা বলেছেন তিনি।

মঙ্গলবার (৮ এপ্রিল) ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ১৪৬ তম সভায় এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

সভায় বিএসটিআই কর্তৃক বাস্তবায়নাধীন ১০ জেলায় বিএসটিআই’র আঞ্চলিক কার্যালয় স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় নরসিংদী জেলার ভাগদী মৌজায় ৩৩৪ নম্বর দাগে ০.৫০ (শূন্য দশমিক পাঁচ শূন্য) একর ভূমি অধিগ্রহণ এবং গাজীপুর জেলার চান্দনা মৌজার বিভিন্ন দাগে ০.৫০ (শূন্য দশমিক পাঁচ শূন্য) একর ভূমি অধিগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পরে বলে আলোচনা হয়।

ইসিবি চত্ত্বর থেকে মিরপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন এবং কালশী মোড় ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের আওতায় ঢাকা জেলার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন বাউনিয়া মৌজার ২.৫৯৫৮ একর ভূমি অধিগ্রহণ জমি বাস্তব শ্রেণীতে শ্রেণি পরিবর্তন সাপেক্ষে উল্লিখিত বিষয় সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পরে। এছাড়া মুন্সীগঞ্জ সড়ক বিভাগের আওতায় রামেরকান্দা-লাকিরচর (রুহিতপুর বাজার) সংযোগ সড়ক (আর-৮২৩) উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় ঢাকা জেলার কেরাণীগঞ্জ উপজেলাধীন রুহিতপুর ও শাক্তা মৌজায় মোট ১১.৫৫৩ একর ভূমি অধিগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে বলে মতামত তুলে ধরা হয়।

বিজ্ঞাপন

পরিবেশ অধিদফতরের বাংলাদেশ এনভায়রোমেন্টাল সাস্টেইন্যাবিলিটি অ্যান্ড ট্রান্সফরমেশন (বিইএসটি) প্রকল্পের আওতায় পরিবেশ অধিদফতর, নরসিংদী জেলা কার্যালয়ের নিজস্ব ভবন স্থাপনের জন্য নরসিংদী জেলার সদর উপজেলাধীন বাগহাটা মৌজার বিভিন্ন দাগে ০.৪৫০ একর ভূমি অধিগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে। ‘নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপানিজ অর্থনৈতিক অঞ্চলের জন্য অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় ‘জাপানিজ অর্থনৈতিক অঞ্চল’ এর গ্যাস সরবরাহ নিশ্চিতকল্পে হরিপুর থেকে দীঘিবরাবো পর্যন্ত নতুন গ্যাস সঞ্চালন লাইন স্থাপনের জন্য সর্বমোট ৮.৭৩৬১ একর ভূমি অধিগ্রহণের প্রস্তাবিত যায়গায় ধর্মীয় প্রতিষ্ঠানের অনুকুলে ০.৬০ শতক জমি বিদ্যমান থাকায় ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিস্থাপন সংক্রান্ত গৃহীত ব্যবস্থা সম্পর্কে জানা যেতে পারে; ‘বিসিএস (কর) একাডেমি’র নিজস্ব ভূমিতে একটি আধুনিক ও যুগোপযোগী একাডেমি নির্মাণের জনা নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলাধীন মাঝিনা মৌজায় বিভিন্ন দাগে ২০.০০ একর ভূমি অধিগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়াধীন ‘কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর আধুনিকায়ন ও শক্তিশালীকরণ এবং ১৩টি জেলা কার্যালয় স্থাপন (১য় সংশোধন)’ শীর্ষক প্রকল্পের আওতায় নরসিংদী জেলায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের জেলা উপমহাপরিদর্শকের কার্যালয় নির্মাণের জন্য নরসিংদী জেলার সদর উপজেলাধীন বাগহাটা মৌজায় ০.৩৩ একর জমি অধিগ্রহণ এর বিষয়ে ভূমি অধিগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পরে; পানি সম্পদ মন্ত্রণালয়ের ‘ক্লাইমেট-স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট (সিএসএডব্লিউএম)’ শীর্ষক প্রকল্পের আওতায় নরসিংদী জেলার সদর উপজেলাধীন বালুশাইর এফসিডিআই উপ-কেন্দ্র প্রকল্পভূক্ত ফ্লুইস/পানি নিয়ন্ত্রণ কাটামো নির্মাণ কাজ বাস্তবায়নকল্পে ০.৫০৫৩ একর ভূমি অধিগ্রহণ এর বিষয়ে সংশ্লিষ্ট সচিব পর্যায় সভায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা হবে; ‘ভাই গিরিশচন্দ্র সেন এর বাড়িটি গুরুত্বপূর্ণ প্রত্নাত্ত্বিক নিদর্শন হিসেবে সংরক্ষণ ও উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণের নিমিত্ত’ নরসিংদী জেলার সদর উপজেলাধীন বুড়াইরহাট মৌজার ০.০২৪৬ একর ভূমি অধিগ্রহণ প্রস্তাব অনুমোদন করা হয়।

‘রায়পুরা ১২০ মেগাওয়াট (এসি) পিক গ্রীড টাইড সোলার পাওয়ার প্ল্যান্ট’ শীর্ষক প্রকল্পের অনুকূলে নরসিংদ জেলার রায়পুর উপজেলাধীন মাঝেরচর, চাঁনপুর দিয়ারা ও কাটুয়ারচর মৌজায় বিভিন্ন দাগে ৩৬৮.০০ এক জমি অধিগ্রহণের বিষয় সচিব ও ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-১) এর কমলাপুর পাতাল মেট্রোরেল স্টেশনের নক্স গাজী সংশোধনজনিত কারণে ভেন্টিলেশন ডাক্ট-ফাইভ নির্মাণের জন্য ঢাকা জেলার মতিঝিল থানাধীন উত্তর পরিচ ব্রাহহ্মণচিরণ মৌজায় বিভিন্ন দাগে মোট ০.১০৫৩ একর ভূমি অধিগ্রহণ ভূমি অধিগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পরে।

সভায় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব উপস্থিত ছিলেন। এতে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এর সিনিয়র সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, কৃষি সচিব, স্থানীয় সরকার বিভাগ এর সচিব, শিল্প সচিব, পানি সম্পদ সচিব, ইআরডি সচিবসহ এনবিআর এর চেয়ারম্যানসহ বিভিন্ন অধিদফতরের মহাপরিচালকবৃন্দ,বিএসটিআইএর প্রকল্প পরিচালক।

সারাবাংলা/জেআর/এসডব্লিউ

কৃষি ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার প্রকল্প গ্রহণের তাগিদ