ফিলিস্তিনিদের প্রতীকী লাশ নিয়ে চট্টগ্রামে শিবিরের বিক্ষোভ
৮ এপ্রিল ২০২৫ ২০:২৪ | আপডেট: ৮ এপ্রিল ২০২৫ ২৩:৪৮
চট্টগ্রাম ব্যুরো : ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির। ফিলিস্তিন নাগরিকের রক্তাক্ত প্রতীকী লাশ নিয়ে এ মিছিলের মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে ইসরাইলি বাহিনীর নৃশংসতার চিত্র।
মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে নগরীর জমিয়তুল ফালাহ জামে মসজিদ গেট থেকে মিছিল শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর কাজির দেউড়ি মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলে ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবর; ফিলিস্তিনে হামলা কেন, জাতিসংঘ জবাব চাই; গাজাতে হামলা কেন, জাতিসংঘ জবাব চাই; জিহাদ জিহাদ জিহাদ চাই, জিহাদ করে বাঁচতে চাই, দুনিয়ার মুসলিম এক হও জিহাদ করো, অবিলম্বে ইসরায়েলি পণ্য নিষিদ্ধ কর, করতে হবে; সন্ত্রাসী ইসরাইল বয়কট, বয়কট’- এসব স্লোগান দেওয়া হয় ও প্লেকার্ড ও ফেস্টুন বহন করা হয়।

শিবির দলের কর্মীরা চট্টগ্রাম নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ছবি: সারাবাংলা
সমাবেশে ছাত্রশিবিরের নেতারা বলেন, ‘আজ সমগ্র পৃথিবীতে সর্বস্তরের মানুষ স্ফুলিঙ্গের মত ফিলিস্তিনের পক্ষে ইসরাইলের বিরুদ্ধে তাদের কণ্ঠস্বর উঁচু করেছে। কিন্তু মানবতার বুলি আওড়ানো বিশ্ব মোড়লরা তাদের মানবতার সেই ইতিহাস আজও রচনা করতে পারেনি। গাজায় প্রতি ২০ সেকেন্ডে একটি করে বোমা নিক্ষেপ করছে জায়নবাদীরা, যার আঘাতে প্রতিনিয়ত মৃত্যুবরণ করছে আমাদের ভাই-বোন ও সন্তানেরা। দখলদারদের হত্যাকাণ্ডের তালিকায় রয়েছে গণমাধ্যম, ত্রাণ ও স্বাস্থ্যকর্মীরাও।’
মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বের নেতাদের হুঁশিয়ার করে তারা বলেন, ‘এখনই মুসলিম বিশ্বের নেতারা ইসরাইলের বিরুদ্ধে ও মানবতার পক্ষে সোচ্চার ভূমিকা পালন করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। নয়তো সালাউদ্দিন আইয়ুবীর বংশধররা জেগে উঠলে শুধু ইসরাইল নয় আপনাদের মসনদ ধরেও টান দেবে।’
চট্টগ্রামে বাটা, পিৎজা হার্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটকারীদের সতর্ক করে শিবির নেতারা বলেন, ‘যারা এ ধরনের হামলা ও লুটপাটের সঙ্গে জড়িত, তারা আন্দোলনকে ভিন্নদিকে প্রবাহিত করার চেষ্টা করছে। তারা কোনোভাবেই ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করছে না, তারা এ আন্দোলনকে সহিংস রুপ দিয়ে এ সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চায়।’
চট্টগ্রাম মহানগর উত্তর শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মুমিনুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন মহানগর উত্তরের সভাপতি তানজীর হাসান জুয়েল, দক্ষিণের সভাপতি ইব্রাহিম হোসেন রনি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম।
সারাবাংলা/আরডি/এমপি