Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শীর্ষ সন্ত্রাসী’ পিয়াল মাহমুদ সহযোগীসহ গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৭ | আপডেট: ৯ এপ্রিল ২০২৫ ১০:৪২

পিয়াল মাহমুদ সহযোগীসহ গ্রেফতার

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক শীর্ষ সন্ত্রাসী ২৪ মামলার আসামি পিয়াল মাহমুদ সাদ্দামকে (৩২) তার সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ এপ্রিল) আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান এ তথ্য জানান। এর আগে সোমবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার পিয়াল মাহামুদ সাদ্দাম আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের দুর্লভপুর গ্রামের মরহুম আব্দুল মজিদের ছেলে। তার সহযোগী আতাউর রহমান রকি (৩২) আলমডাঙ্গা পৌর শহরের বাজারপাড়ার মরহুম মজিবর রহমানের ছেলে।

জানা যায়, পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার সার্বিক দিকনির্দেশনা ও নেতৃত্বে এসআই কাজী শামসুল আলমসহ একদল পুলিশ সদস্য পিয়াল মাহামুদ সাদ্দামকে মুরগির ফার্ম হতে এবং আতাউর রহমান রকিকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি সার্টার গান, একটি রামদা, একটি চায়নিজ কুড়াল, ৫২টি মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ছাড়া অন্যান্য পলাতক আসামিদের ফেলে যাওয়া একটি লাল কালো রঙের রেজিস্ট্রেশন বিহীন ১২৫ সিসি টিভিএস রাইডার মোটরসাইকেল, একটি নীল রঙের ইয়ামাহা আরএক্স-১২৫ সিসি মোটরসাইকেল, একটি লাল রঙের ডিসকভার ১০০ সিসি মোটরসাইকেল উদ্ধার করে জব্দ করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতার হওয়া সাদ্দামের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও ডাকাতি প্রচেষ্টা মামলা হয়েছে। বুধবার (৯ এপ্রিল) তাদের আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।

সারাবাংলা/এইচআই

গ্রেফতার চুয়াডাঙ্গা পিয়াল মাহমুদ শীর্ষ সন্ত্রাসী

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর