Sunday 13 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রামে মোটরসাইকেলে ট্রলির ধাক্কা, ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৫ ০০:২০

সড়ক দুর্ঘটনা। ছবি: সারাবাংলা

কুড়িগ্রাম: সদর উপজেলায় মোটরসাইকেলের ট্রলির ধাক্কায় জয়নাল আবেদীন (৬০) নামের ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ৯টার দিকে কুড়িগ্রাম-নাগেশ্বরী সড়কের ভোগডাঙ্গা ইউনিয়নের পাটেশ্বরী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জয়নাল নাগেশ্বরী উপজেলার ভিতর বন্দ ইউনিয়নের নন্তনপুর গ্রামের বাসিন্দা। তার স’মিলের ব্যবসা রয়েছে।

স্থানীয়রা জানান, নিহত জয়নাল তার ছেলে জুয়েলের সঙ্গে মোটরসাইকেল যোগে কুড়িগ্রাম থেকে ভিতরবন্দ যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী জয়নাল ঘটনাস্থলে নিহত হন। মোটরসাইকেল চালক জুয়েল গুরুত্ব আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয় স্থানীয়রা।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল্লাহ জানান, ‘দুর্ঘটনার খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গেছে।’

সারাবাংলা/পিটিএম

ট্রলি নিহত ব্যবসায়ী মোটরসাইকেল

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর