Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৫ ১০:৩৮ | আপডেট: ৯ এপ্রিল ২০২৫ ১৩:০৫

ছবি: সংগৃহীত

ঢাকা: বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার সারাদেশ থেকে এতে ১৯ লাখ ২৮ হাজার ২৮১ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। এবারের এসএসসি পরীক্ষা হবে পূর্ণ সিলেবাসে, সব বিষয়ে পূর্ণ নম্বর এবং পূর্ণ সময়ে। এদিন বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে পরীক্ষা শুরু হবে। সকাল ১০ থেকে শুরু হওয়া পরীক্ষা চলবে দুপুর ১ টা পর্যন্ত।

পরীক্ষা সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত করা নিয়ে উদ্যোগী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। সেজন্য বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সেগুলো হলো:

পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে আসন গ্রহণ; কোনো পরীক্ষার্থী পরীক্ষা শুরুর ৩০ মিনিটের আগে পরীক্ষা কেন্দ্রে এলে রেজিস্ট্রারে নাম, রোল নম্বর, প্রবেশের সময় ও দেরি হওয়ার কারণ উল্লেখ করতে হবে।

দেরিতে আসা পরীক্ষার্থীদের তালিকা প্রতিদিন কেন্দ্রের কেন্দ্র সচিব সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডকে জানাবেন। পরীক্ষা শুরুর ৩০ মিনিট পর কোন পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া বা পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়া যাবে না। কেন্দ্র সচিব ছাড়া পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন ও মোবাইল ফোনের সুবিধাসহ ঘাড়, কলম বা অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না। কেন্দ্র সচিব ছবি তোলা ও ইন্টারনেট ব্যবহারের সুবিধাবিহীন একটি সাধারণ (ফিচার) ফোন ব্যবহার করতে পারবেন। অননুমোদিত ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এসএসসি ও সমমান পরীক্ষায় পরীক্ষার্থীরা ‘প্রোগ্রামেবল’ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন না। তবে ‘নন প্রোগ্রামেবল’ সায়েন্টিফেক ক্যাকুলেটর ব্যবহার করার সুযোগ থাকবে।

বিজ্ঞাপন

এদিকে পরীক্ষা চলকালে ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত ৩৪ দিন সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এসব বিষয় আবারও মনে করিয়ে দিয়ে নোটিশ জারি করেছে মাউশি।

মঙ্গলবার (৭ এপ্রিল) জারি করা নোটিশে বলা হয়, আগামী ১০ এপ্রিল, ২০২৫ তারিখ বৃহস্পতিবার হতে অনুষ্ঠিতব্য ২০২৫ সালের মাধ্যমিক সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা-২০২৫ সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের ০৯/০৩/২০২৫ তারিখের নং-৩৭,০০,০০০০.০৭১,৩৮.২১২.১৯(২)-৮৬ স্মারক পত্রটি এ সঙ্গে সংযুক্ত করে প্রেরণ করা হলো। উক্ত পত্রের মর্মানুযায়ী পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে অধিদপ্তরাধীন সংশ্লিষ্ট সকলকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সারাবাংলা/জেআর/এমপি

এসএসসি ও সমমানের পরীক্ষা শিক্ষার্থী

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর