Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৫ ১১:২৩ | আপডেট: ৯ এপ্রিল ২০২৫ ১৬:৪০

ছবি: সংগৃহীত

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর তিন আরোহী গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের কালীগঞ্জ-জীবননগর সড়কের কৃষ্ণচন্দ্রপুরে স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কৃষ্ণচন্দ্রপুর গ্রামের মুংলা রায়ের পুত্র বিধান কুমার রায় (১৭) ও একই গ্রামের বাদল রায়ের ছেলে রাজারাম এবং বাবু সামাউল ইসলাম (১৯) মহেশপুর উপজেলার আলামপুর গ্রামের হামিদুল ইসলামের ছেলে।

আহতরা হলেন- কৃষ্ণচন্দ্রপুর গ্রামের আলী হোসেনের পুত্র সাজু (২৩), কুলবাগান গ্রামের আনোয়ার মোল্লার পুত্র হোসাইন (১৯) এবং মহেশপুরের আলামপুর গ্রামের আব্দুল আলীমের ছেলে সিয়াম (১৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিধান কুমার রায় ও রাজারাম বাবু জীবননগর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। দুটি মোটরসাইকেলে তিন জন করে মোট ছয় জন আরোহী ছিলেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কৃষ্ণচন্দ্রপুর গ্রামের প্রধান সড়কের ওপর দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেল আরোহীদের চাপা দেয়। এতে একই মোটরসাইকেলের চালকসহ দুইজন ঘটনাস্থলেই নিহত হন।

আহতদের কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে আরেকজন মারা যান।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা ঘটানার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত ও চার যুবক গুরুতর আহত হন। নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

ঝিনাইদহ মোটরসাইকেল আরোহী নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর