Monday 14 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভুটানের কোন ক্লাবে খেলবেন ঋতুপর্ণা-সানজিদারা?

স্পোর্টস ডেস্ক
৯ এপ্রিল ২০২৫ ১৩:০১

ভুটানে ক্লাব ফুটবল খেলবেন ঋতুপর্ণারা

বিদেশি ক্লাবে বাংলাদেশের মেয়েদের যাত্রাটা শুরু হয়েছিল সাবিনা খাতুনের হাত ধরে। তার পথ ধরেই এখন ঋতুপর্ণা-সানজিদারা দাপিয়ে বেড়াচ্ছেন এশিয়ান ক্লাব ফুটবলের মঞ্চ। সেই ধারা বজায় রেখে  এবার ভুটানের ক্লাব ফুটবলে খেলবেন বাংলাদেশের ১০ নারী ফুটবলার।

গত মৌসুমে ভুটানের ক্লাব ফুটবলে খেলেছেন ৫ জন নারী ফুটবলার। এবার সেই সংখ্যাটা হয়েছে দ্বিগুণ। ১০ ক্লাব নিয়ে ১৯ এপ্রিল থেকে শুরু হবে ভুটানের নারী ফুটবল লিগ। এবারের আসরে ভুটানের ক্লাবগুলোর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ১০ জন ফুটবলার। তারা সবাই গত বছর নারী সাফজয়ী দলের সদস্য ছিলেন।

বিজ্ঞাপন

দেশের নারী ফুটবলের ইতিহাসে এই প্রথম ১০ জন ফুটবলার একসঙ্গে কোনো দেশের ক্লাব ফুটবলে খেলছেন। প্রথমে ফিফার এজেন্টের মাধ্যমে সাবিনা, ঋতুপর্ণা, মনিকা ও মাতসুশিমা ক্লাব পেয়েছিলেন। এরপর বাকি ৬ জন দল পেয়েছেন সরাসরি চুক্তিতে।

ভুটানের এই লিগে বাংলাদেশি মুদ্রায় ৬৫ থেকে ৭৫ হাজার টাকা পাবেন বাংলাদেশের মেয়েরা। পারো এফসিতে খেলবেন সাবিনা, ঋতুপর্ণা, মনিকা ও সুমাইয়া। ট্রান্সফোর্ট ইউনাইটেডে খেলবেন মাসুরা পারভিন, কৃষ্ণা রানী সরকার ও রুপনা চাকরাম। থিম্পু সিটির হয়ে মাঠে নামবে সানজিদা আক্তার, মারিয়া মান্ডা ও শামসুন্নাহার সিনিয়র।

সারাবাংলা/এফএম

ঋতুপর্ণা বাংলাদেশ নারী ফুটবল ভুটান সানজিদা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর