হত্যাচেষ্টা মামলা
৩ দিনের রিমান্ডে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান
৯ এপ্রিল ২০২৫ ১৩:০৪ | আপডেট: ৯ এপ্রিল ২০২৫ ১৫:৫৯
ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থী জিসান হত্যাচেষ্টা মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৯ এপ্রিল) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালত এ আদেশ দেন। এদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি ওমর ফারুক ফারুকী। তবে আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
আদালত সূত্র জানায়, গত ২২ মার্চ আবুল হাসানের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই নুর হোসেন। এর পরিপ্রেক্ষিতে আজ তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
আদালতের পিপি ওমর ফারুক বলেন, আবুল হোসেন আলোচিত ব্যক্তি। ছাত্র-জনতার আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে প্রায় ৫০ জনের লাশ পড়েছিল। আন্দোলনে তিনি বিরাট ভূমিকা পালন করেছেন। এ জন্য তার পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট যাত্রাবাড়ী থানার সামনে পুলিশের গুলিতে হাঁটুতে গুলিবিদ্ধ হন ১৯ বছর বয়সী মঞ্জুরুল আলম জিসান। পরে হাসপাতাল থেকে চিকিৎসা নেন তিনি। এ ঘটনায় গত বছরের ১৯ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় হত্যাচেষ্টা মামলা করেন ভুক্তভোগীর বাবা মো. তাজ উদ্দিন। মামলার ৮ নম্বরে রয়েছে আবুল হাসানের নাম।
সারাবাংলা/আরএম/ইআ