Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বকেয়া ঈদ বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৫ ১৪:৪৭

ঈদ বোনাসের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকেরা। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেড) একটি পোশাক কারখানার প্রায় তিন শতাধিক শ্রমিক ঈদ বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

বুধবার (৯ এপ্রিল) সকাল ১০টার দিকে শ্রমিকরা নগরীর ইপিজেড মোড়ে এসে সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাস পেয়ে সকাল ১০টা ৪০ মিনিটের দিকে তারা সড়ক ছাড়েন।

পুলিশ জানায়, জেএনএফ করপোরেশনের অধীন মডেস্টি নামক কারখানার প্রায়ই এক হাজার ৮০০ শ্রমিক ঈদ বোনাস পাননি। ঈদ বোনাসের দাবিতে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। মালিকপক্ষ ১৭ এপ্রিল বোনাস দেওয়ার আশ্বাস দিলেও শ্রমিকরা তা মানতে রাজি নন। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে কথা বলেন। দ্রুত সময়ের মধ্যে বোনাসের টাকা পাওয়ার আশ্বাস পেয়ে তারা সড়ক ছাড়েন।

শিল্প পুলিশের চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ সোলাইমান সারাবাংলাকে বলেন, ‘শ্রমিকরা সড়ক অবরোধ করার পরপরই সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে তাদের সঙ্গে কথা বলেন। আমরা মালিকপক্ষের সঙ্গে কথা বলেছি। বোনাস পরিশোধের জন্য ১৭ এপ্রিল পর্যন্ত মালিকপক্ষ সময় চাইলেও শ্রমিকরা সেটা মানছে না। পরে শ্রমিকদের সামনেই মালিকপক্ষ যত দ্রুত সম্ভব ঈদ বোনাস পরিশোধের আশ্বাস দিলে তারা সড়ক ছাড়েন। যান চলাচল এখন স্বাভাবিক আছে।’

সারাবাংলা/আইসি/এসডব্লিউ

পোশাক শ্রমিকদের ঈদ বোনাস দাবি সড়ক অবরোধ

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর