Friday 02 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফের জেল হাজতে সাবেক এমপি ডা. আবদুল আজিজ

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৫ ১৭:০০ | আপডেট: ৯ এপ্রিল ২০২৫ ১৯:১৯

সাবেক এমপি ডা. আব্দুল আজিজ। ফাইল ছবি

সিরাজগঞ্জ: জামিনে মুক্ত হয়ে জেলগেইটে ছাত্র-জনতার হাতে আটক হওয়া সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য ডা. আবদুল আজিজকে ফের জেল হাজতে পাঠানো হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে আদালতে হাজির করা হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও তাড়াশ আমলি আদালতের বিচারক ওমর ফারুক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, অধ্যাপক ডা. আবদুল আজিজকে তাড়াশ থানার বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে উচ্চ আদালত থেকে জামিন পাবার পরে মঙ্গলবার (৮ এপ্রিল) সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি। এরপর সন্ধ্যায় কারাগার এলাকায় ছাত্র-জনতার হাতে আটক হন তিনি। এরপর তাকে থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়।

সারাবাংলা/এইচআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর