নববর্ষের শোভাযাত্রায় বাঙালি ছাড়াও ২৭ জাতিগোষ্ঠী অংশ নেবে
৯ এপ্রিল ২০২৫ ১৭:১২ | আপডেট: ৯ এপ্রিল ২০২৫ ১৯:১৯
ঢাকা: বাংলা নববর্ষে চারুকলার শোভাযাত্রায় বাঙালি ছাড়াও ২৭টি জাতিগোষ্ঠী অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
তিনি বলেন, ওইদিন বিকেলে মানিক মিয়া অ্যাভিনিউতে কনসার্ট অনুষ্ঠিত হবে। রকস্টার ব্যান্ড বামবা এতে অংশগ্রহণ করবে। রাতে হবে ড্রোন শো।
বুধবার (৯ এপ্রিল) দুপুরে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা জানান, চৈত্র সংক্রান্তিতে সোহরাওয়ার্দী উদ্যানে কনসার্ট অনুষ্ঠিত হবে। নববর্ষের দিনে সুরের ধারার অনুষ্ঠান ধানমন্ডি রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, ‘আসন্ন বাংলা নববর্ষ এবং পাহাড় ও সমতলের জাতিগোষ্ঠীদের বর্ষবরণ উৎসব উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম এলাকায় সাজসাজ রব।’
সাম্প্রদায়িক পরিবেশে আসন্ন বিজু উৎসবসহ বিভিন্ন উৎসব পালিত হচ্ছে। এবার বিশ্ববাসীর কাছে নতুনভাবে পরিচিত বাংলাদেশ।
সারাবাংলা/এফএন/এসডব্লিউ