Saturday 03 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে বন্যহাতি খুন করে দাঁত-নখ নিয়ে গেল দুর্বৃত্তরা

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৫ ১৮:৫৯

নির্মম মৃত্যুর শিকার সাত বছর বয়সী হাতিটি। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সংরক্ষিত বনাঞ্চলে নির্মম মৃত্যুর শিকার এক হাতির লাশ পাওয়া গেছে। বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ফাঁদ পেতে হাতিটিকে আটকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার জলদী রেঞ্জের পাইরাং বিটের আওতাধীন মনুমার ঝিরি এলাকায় গভীর বনের ভেতর হাতিটির লাশ পাওয়া যায়।

চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা (দক্ষিণ) আবদুল্লাহ আল মামুন সারাবাংলাকে জানিয়েছেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে বন বিভাগের কর্মীরা গিয়ে মৃত হাতিটিকে হেফাজতে নেয়। হাতিটির বয়স আনুমানিক সাত বছর। পিঠে গভীর আঘাতের চিহ্ন আছে। দাঁত ও নখ কেটে নিয়ে গেছে। দাঁত কেটে নেওয়ার সময় হাতিটির শূঁড়ও উপড়ে ফেলা হয়েছে।

বাঁশখালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে মৃত হাতিটির ময়নাতদন্ত সম্পন্ন করেছেন। হাতিটিকে বনের ভেতরেই মাটিচাপা দেওয়া হবে বলে জানিয়েছেন বন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন।

ময়নাতদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে বন কর্মকর্তা মামুন বলেন, ‘পিঠে ধারালো অস্ত্র দিয়ে গভীরভাবে আঘাত করে হাতিটিকে খুন করা হয়েছে। দু’য়েকদিন আগেই ফাঁদ পেতে হাতিটিকে আটকে খুন করা হয়েছে বলে আমাদের ধারণা। সম্ভবত দলছুট হয়ে গিয়েছিল, এতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো চক্র হাতিটিকে ফাঁদে ফেলতে সক্ষম হয়।’

এ ঘটনায় মামলা দায়েরের জন্য বন বিভাগের কর্মকর্তারা বাঁশখালী থানায় পৌঁছেছেন। একই ঘটনায় আদালতেও মামলা করা হবে বলে জানিয়েছেন বন কর্মকর্তা মামুন।

বন কর্মকর্তাদের ধারণা, দাঁত ও নখ পাচারের উদ্দেশ্যে হাতিটিকে খুন করা হয়েছে। এর সঙ্গে সংঘবদ্ধ পাচারকারী চক্র জড়িত।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এসডব্লিউ

বন্যহাতি খুন