বিনিয়োগ পরিবেশ নিশ্চিতে মন্ত্রণালয় প্রতিশ্রুতিবদ্ধ: বাণিজ্য উপদেষ্টা
৯ এপ্রিল ২০২৫ ১৯:১৭ | আপডেট: ৯ এপ্রিল ২০২৫ ২১:৪৩
বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিনিয়োগ সম্মেলন উপলক্ষ্যে আয়োজিত এক ডায়ালগে বক্তব্য রাখেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন
ঢাকা: ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে বাণিজ্য মন্ত্রণালয় প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
বুধবার (০৯ এপ্রিল) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিনিয়োগ সম্মেলন উপলক্ষ্যে আয়োজিত এক ডায়ালগে তিনি এ কথা জানান।
নেভিগেটিং গ্লোবাল মার্কেটস- বাংলাদেশ’স ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট স্ট্রাটেজিস ইন দ্যা পোস্ট এলডিসি ইরা’ শীর্ষক ডায়ালগটির আয়োজন করেছে ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সিস (ডব্লিউএআইপিএ), ডব্লিউটিও ইনহেন্সড ইন্ট্রেগ্রেটেড ফ্রেমওয়ার্ক (ইআইএফ), বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও এফবিসিসিআই।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা বলেন, টেকসই বিনিয়োগ, বাণিজ্য ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তুলতে আমরা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছি। এক্ষেত্রে রেগুলেটরি ফ্রেম-ওয়ার্ককে আরও গতিশীল করা, অবকাঠামো সম্প্রসারণ এবং রফতানি বৈচিত্রকরণকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
ইনহেন্সড ইন্ট্রেগ্রেটেড ফ্রেমওয়ার্ক (ইআইএফ) এর এক্সিকিউটিভ ডিরেক্টর ড. রত্নাকর অধিকারী বলেন, প্রাতিষ্ঠানিক সংস্কার, উৎপাদনশীলতা বৃদ্ধি, বাণিজ্য চুক্তি সম্পাদন এবং সম্পদের সুষম ব্যবহার নিশ্চিত করতে পারলে বাংলাদেশ একটি ডায়নামিক অর্থনীতির দেশ হতে পারে।
ডায়ালগে প্যানেল আলোচক হিসেবে অংশ নিয়ে বাংলাদেশে সরাসরি বিদেশী বিনিয়োগ (এফডিআই) আকর্ষণে মানবসম্পদ উন্নয়ন, শিল্পে কমপ্লায়েন্স বাস্তবায়ন, দীর্ঘমেয়াদী নীতিকাঠামো এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতকরণের ওপর গুরুত্বারোপ করেন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এর নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।
টেকসই বিনিয়োগ সম্প্রসারণে লাইসেন্স ও পরিষেবা প্রাপ্তি সহজীকরণ, ই-গভর্ন্যান্স বাস্তবায়ন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের পরামর্শ দেন ডব্লিউআইসি এক্সিকিউটিভ বোর্ডের প্রধান ড. জেমস ঝান।
অনুষ্ঠানে অন্যান্যের উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ও বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও উইংয়ের প্রধান ড. নাজনিন কাওসার চৌধুরী, বিটিএমএ’র সভাপতি শওকত আজিজ রাসেল, জাপান-বাংলাদেশ চেম্বারের সভাপতি তারেক রাফি ভূঁইঞা, এফবিসিসিআই’র মহাসচিব মো. আলমগীর প্রমুখ।
সারাবাংলা/ইএইচটি/আরএস