Thursday 17 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ই-পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরাইল’ যুক্ত করার দাবি ঢাবি শিক্ষকদের

স্টাফ করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৫ ২৩:২৮

ই-পাসপোর্ট। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের ই-পাসপোর্টে ‘এক্সেপ্ট ইসরায়েল’ অংশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকরা। গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এ দাবি জানান তারা।

বুধবার (৯ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে বটতলায় এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীরাও অংশ নেন।

বিজ্ঞাপন

বাংলাদেশি পাসপোর্টে আগে লেখা থাকতো ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড এক্সসেপ্ট ইসরায়েল’। অর্থাৎ এই পাসপোর্ট ইসরায়েল ছাড়া বিশ্বের সব দেশে ভ্রমণের ক্ষেত্রে বৈধ। তবে ই-পাসপোর্টে দেখা গেছে, সেখানে ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড’ লেখা। অর্থাৎ ‘এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ’। ‘এক্সসেপ্ট ইসরায়েল’ শব্দ দুটি অনুপস্থিত।

শিক্ষকরা অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগ সরকার ইসরায়েল থেকে আড়িপাতার ডিভাইস কেনে এবং পাসপোর্ট থেকে ইসরাইল গমনের নিষেধাজ্ঞা তুলে দিয়ে ঘৃণিত কাজ করেছিল।’

সমাবেশে ইসরায়েলি পণ্য বয়কট করে দেশীয় শিল্প সম্প্রসারণে মনোযোগী হওয়ার আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকরা।

সারাবাংলা/এনএল/পিটিএম

ই-পাসপোর্ট এক্সসেপ্ট ইসরাইল ঢাবি শিক্ষক যুক্ত করার দাবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর