Tuesday 16 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীন বাদে সব দেশের ওপর পালটা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করলেন ট্রাম্প

স্পেশাল‌ করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৫ ০০:৫৯ | আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ০৩:১৮

নতুন শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করলেন ট্রাম্প। ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্বের বিভিন্ন দেশের ওপর পালটা শুল্ক আরোপের সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চীনা পণ্যের ক্ষেত্রে বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্ত বহাল থাকবে বলে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। খবর সিএনএন’র।

ডোনাল্ড ট্রাম্প আরও লিখেন, ‘বিশ্ববাজারের প্রতি চীনের যে অসম্মান, তার ভিত্তিতে আমি ঘোষণা করছি যে, চীনের ওপর আরোপিত শুল্ক এখন থেকে ১২৫ শতাংশ হবে, যা সঙ্গে সঙ্গে কার্যকর হবে। আশা করি খুব শিগগিরই চীন বুঝবে যে, যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশকে ঠকিয়ে চলা আর টেকসই নয়। এ ছাড়া, একেবারেই গ্রহণযোগ্য নয়।’

বিজ্ঞাপন

ট্রাম্পের নতুন সিদ্ধান্ত নিয়ে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, ‘এই সিদ্ধান্ত নেওয়ার জন্য ট্রাম্প অসাধারণ সাহস দেখিয়েছেন। আমরা বিশ্বের সমস্ত দেশকে জানিয়েছিলাম— পালটা ব্যবস্থা না নিলে তোমরা পুরস্কৃত হবে। সুতরাং, যারা আলোচনায় আসতে চায়, আমরা তাদের কথা শুনতে প্রস্তুত।’

সিএনএনের প্রতিবেদনে জানানো হয়েছে, অন্যান্য দেশের ক্ষেত্রে ট্রাম্প নমনীয় হলেও চীনের ওপর আরোপিত শুল্ক ১০৪ শতাংশ থেকে বাড়িয়ে ১২৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছেন।

ট্রাম্পের এই ঘোষণার পর মার্কিন শেয়ারবাজারে রীতিমতো উল্লাস দেখা দেয় বলে জানিয়েছে সিএনএন। ডাউ সূচক এক লাফে ২২০০ পয়েন্ট বা ৫.৯% বেড়ে গেছে। এসঅ্যান্ডপি ৫০০ সূচক ৬.৫% এবং নাসডাক সূচক ৮% পর্যন্ত বৃদ্ধি পায়। গত সপ্তাহে ট্রাম্পের উচ্চ শুল্কারোপের পরিকল্পনার ঘোষণা শেয়ারবাজারে ধস নামিয়েছিল।

উল্লেখ্য, বিশ্বের বেশিরভাগ দেশের বিরুদ্ধে ট্রাম্পের পালটা শুল্কারোপের এই ক্যাম্পেইনে নিশানায় ছিল বাংলাদেশও। ট্রাম্প বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছিলেন। এই ঘোষণার পর পরই প্রধান উপদেষ্টা ড. ইউনূস এক চিঠিতে তিন মাসের জন্য এই বাড়তি শুল্প আরোপের সিদ্ধান্ত স্থগিতের অনুরোধ করেছিলেন ট্রাম্পকে। শেষ পর্যন্ত সে পথেই হেঁটেছেন ট্রাম্প।

সারাবাংলা/জিএস/পিটিএম
বিজ্ঞাপন

পাবনায় মহান বিজয় দিবস উদযাপিত
১৬ ডিসেম্বর ২০২৫ ১২:০৭

আরো