Sunday 13 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস লিগ
ভিলাকে উড়িয়ে দিয়ে সেমির আরও কাছে পিএসজি

স্পোর্টস ডেস্ক
১০ এপ্রিল ২০২৫ ০৯:২১ | আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ১২:১৮

গোলের পর কাভারাসখেলিয়ার উচ্ছ্বাস

কিলিয়ান এমবাপের ক্লাব ছাড়ার পর ফুটবল মিডিয়া অনেকটাই মুখ ফিরিয়ে নিয়েছে তাদের থেকে। তবে এমবাপেকে ছাড়াই বিধ্বংসী ফুটবল খেলছে পিএসজি। গত সপ্তাহেই রেকর্ড গড়ে ফ্রেঞ্চ লিগ জয়ের পর চ্যাম্পিয়নস লিগেও দাপট বজায় রাখল ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পিছিয়ে পড়েও ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলাকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে সেমির পথে একধাপ এগিয়ে গেল পিএসজি।

২০২২ বিশ্বকাপে ফ্রান্সকে কাঁদিয়ে আর্জেন্টিনার শিরোপা জয়ের অন্যতম নায়ক ছিলেন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। ভিলার হয়ে পিএসজির মাঠে খেলতে আসা এমি ম্যাচের আগে থেকেই ছিলেন আলোচনায়। এই ম্যাচে অবশ্য এমি ম্যাজিক দেখা যায়নি।

বিজ্ঞাপন

ম্যাচের শুরু থেকেই দাপটের সঙ্গে খেলেছে স্বাগতিকরা। তবে গোলটাই যেন পাওয়া হচ্ছিল না পিএসজির। স্রোতের বিপরীতে ৩৫ মিনিটে লিড নেয় ভিলাই। র‍্যাশফোর্ডের অ্যাসিস্টে গোল করে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দেন মরগান রজার্স।

ম্যাচে সমতা ফেরাতে অবশ্য খুব বেশিক্ষণ লাগেনি পিএসজির। ৩৯ মিনিটে দারুণ শটে এমিকে বোকা বানান ডেসায়ার ডুয়ে। ১-১ এর সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের শুরুতেই পিএসজিকে লিড এনে দেন কিচা কাভারাসখেলিয়া। রুইজের পাসে বল পেয়ে জোরালো শটে এমিকে পরাস্ত করেন এমিকে। ম্যাচে ফেরার অনেক চেষ্টা করেও এরপর আর গোলের দেখা পায়নি ভিলা।

উলটো ৯৪ মিনিটে তৃতীয় গোল হজম করে ভিলা। ডেম্বেলের অ্যাসিস্টে গোল করে পিএসজিকে বড় জয় এনে দেন নুনো মেনডেস। ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি। এই মৌসুমে ম্যানচেস্টার সিটি, লিভারপুল ও অ্যাস্টন ভিলাকে হারালো পিএসজি। এক মৌসুমে একই ক্লাবের তিন ইংলিশ ক্লাবকে হারানোর এটি চতুর্থ ঘটনা।

বিজ্ঞাপন

আগামী ১৬ এপ্রিল অ্যাস্টন ভিলার মাঠে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দুই দল।

সারাবাংলা/এফএম

অ্যাস্টন ভিলা কোয়ার্টার ফাইনাল চ্যাম্পিয়নস লিগ পিএসজি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর