Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুর বিভাগে এসএসসি পরীক্ষায় বসছে ১ লাখ ৮২ হাজার পরীক্ষার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৫ ১১:৩৭

ছবি: সংগৃহীত

রংপুর: এসএসসিতে এবার রংপুর বিভাগের ৮ জেলায় ১ লাখ ৮২ হাজার ৪১০ জন শিক্ষার্থী পরীক্ষায় বসছেন। ২ হাজার ৭৬৭টি বিদ্যালয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮০টি পরীক্ষা কেন্দ্রে। এরইমধ্যেই কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে উত্তরপত্রসহ আনুষাঙ্গিক সরঞ্জামও। বসানো হয়েছে সিট নম্বর। নিশ্চিত করা হয়েছে কেন্দ্রের প্রয়োজনীয় নিরাপত্তা।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ৮ জেলায় এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

বিজ্ঞাপন

দিনাজপুর শিক্ষা বোর্ডের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত বছর এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৮২ হাজার ৩০৮ জন। চলতি বছর ১ হাজার ১০২ জন পরীক্ষার্থী বেড়েছে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মীর সাজ্জাদ আলী এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এ বছর এসএসসি পরীক্ষাকে শান্তিপূর্ণ এবং ত্রুটিমুক্তভাবে অনুষ্ঠিত করার জন্য একাধিক ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। এছাড়া, বোর্ডের নিজস্ব কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমন্বয়ে সাতটি ঝটিকা ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে, যারা পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করবেন।

শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, গত বছরের তুলনায় এ বছর ছেলে পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৩৭২ জন, যা ৯২ হাজার ৬৭০ জনে দাঁড়িয়েছে। মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৭৩০ জন, বর্তমানে ৮৯ হাজার ৭৪০ জন। এ ছাড়া বিজ্ঞান বিভাগ থেকে ৯৭ হাজার ৯০৮ জন, মানবিক বিভাগ থেকে ৮২ হাজার ৩৮৫ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২ হাজার ৩১৭ জন পরীক্ষার্থী অংশ নেবে।

পরীক্ষা নিয়ন্ত্রক দফতর জানায়, রংপুরে ৩২ হাজার ৯৮৫, গাইবান্ধায় ২৫ হাজার ৩০৩, নীলফামারীতে ২১ হাজার ১২১, কুড়িগ্রামে ২০ হাজার ৫৩৫, লালমনিরহাটে ১৩ হাজার ৮৫৫ জন, দিনাজপুরে ৩৮ হাজার ১৩২, ঠাকুরগাঁওতে ১৭ হাজার ৯৮৪ ও পঞ্চগড় জেলায় ১২ হাজার ৪৯৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমপি

এসএসসি পরীক্ষা রংপুর

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর