কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
১০ এপ্রিল ২০২৫ ১২:০১ | আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ১৬:০০
কুমিল্লা: সারাদেশের মতো কুমিল্লা শিক্ষাবোর্ডে শুরু হয়েছে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এবং সমমানের পরীক্ষা। এ বছর কুমিল্লা বোর্ডের অধীন ছয়টি জেলার মোট ১ লাখ ৬৯ হাজার ৬৮০ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করছে। এর মধ্যে ৭০ হাজার ১৫০ জন ছাত্র এবং ৯৯ হাজার ৫৩০ জন ছাত্রী। পরিসংখ্যান অনুযায়ী দেখা যাচ্ছে, এবার ছাত্রীদের সংখ্যা ছাত্রদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টা থেকে কুমিল্লা বোর্ডের অধীনে থাকা ছয়টি জেলায় শুরু হয় পরীক্ষা।
কুমিল্লা বোর্ডের অধীনে থাকা ছয়টি জেলা হল, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া। এসব জেলার ২৭৩টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীরা অংশ নিচ্ছে। প্রতিটি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা গ্রহণের জন্য নেওয়া হয়েছে কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা। কেন্দ্রগুলোতে পর্যাপ্ত শিক্ষক, পরিদর্শক ও নিরাপত্তা কর্মী নিয়োগ দেওয়া হয়েছে।
পরীক্ষার প্রথম দিনে কুমিল্লা জিলা স্কুল কেন্দ্রে পরিদর্শনে আসেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সামছুল ইসলাম এবং কুমিল্লার পুলিশ সুপার নাজির আহম্মেদ খান। তারা পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক আমিরুল কায়ছার সাংবাদিকদের বলেন, ‘এবারের এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে আমরা সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছি। জেলা ও উপজেলা প্রশাসন, শিক্ষা বোর্ড এবং আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ উদ্যোগে একটি শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছি। প্রতিটি কেন্দ্রেই আমরা সিসিটিভি ক্যামেরা, পর্যাপ্ত পুলিশ মোতায়েন এবং ভ্রাম্যমাণ আদালতের ব্যবস্থা রেখেছি।’
তিনি আরও জানান, পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে, যাতে কোনো বহিরাগত কেউ কেন্দ্রে প্রবেশ করতে না পারে ও শিক্ষার্থীরা নির্ভয়ে পরীক্ষা দিতে পারে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সামছুল ইসলাম বলে, ‘সুন্দর নিরিবিলি ও শৃঙ্খলার মধ্য দিয়ে আজ প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আমরা প্রত্যেকটি কেন্দ্র পরিদর্শন করেছি। যাতে করে কোনো নকল বা ঝামেলার সৃষ্টি না হয়। প্রশাসন আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করছে।
এছাড়া পরীক্ষার্থীদের সুবিধার্থে কেন্দ্রগুলোর আশেপাশে যানজট মুক্ত রাখতে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখা হয়েছে। বিদ্যুৎ, পানিসহ অন্যান্য জরুরি সেবাও নিরবচ্ছিন্ন রাখতে সংশ্লিষ্ট দফতরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
পরীক্ষা চলার সময়ে কোনো ধরনের গুজব বা প্রশ্নফাঁসের গুজব ছড়ালে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন জেলা প্রশাসক।
এ বছর সারা দেশে ২০ লাখেরও বেশি শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে কুমিল্লা বোর্ডের পরীক্ষার্থীর সংখ্যাই প্রায় ১ লাখ ৭০ হাজার, যা বোর্ডটির পরীক্ষা ব্যবস্থাপনার সক্ষমতা ও পরিশীলনের প্রতিফলন বলে মন্তব্য করেছেন বোর্ড চেয়ারম্যান।
সারাবাংলা/এমপি