Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬০ ঘণ্টা ধরে ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন ইরান

আন্তর্জাতিক ডেস্ক
২১ জুন ২০২৫ ০৮:৫১ | আপডেট: ২১ জুন ২০২৫ ১৪:৩৬

প্রতীকী ছবি: বিবিসি

ইরান গত ৬০ ঘণ্টা ধরে বৈশ্বিক ইন্টারনেট সংযোগের বাইরে রয়েছে বলে জানিয়েছে নেটব্লক্স পর্যবেক্ষক সংস্থা। দীর্ঘ এই অনলাইন বিচ্ছিন্নতা রাজনৈতিক মতপ্রকাশ, স্বাধীন যোগাযোগ ও জরুরি সতর্কতা গ্রহণ‐জানাতে জনগণের সক্ষমতাকে কঠোরভাবে সীমিত করছে বলে এক বিবৃতিতে জানিয়েছে তারা।

নেটব্লক্সের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৭ জুন) ভোরে শুরু হওয়া এই বিচ্ছন্নতা এখনো পুরোপুরি প্রত্যাহার করা হয়নি। ইরানি কর্তৃপক্ষ দাবি করেছে, ইসরায়েলি সাইবার হামলা রুখতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইরানের সরকারি টেলিকম নিয়ন্ত্রক সংস্থা বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিলেও কবে নাগাদ স্বাভাবিক সংযোগ ফিরবে সে বিষয়টি স্পষ্ট করেনি।

বিজ্ঞাপন

বিশ্লেষকেরা সতর্ক করেছেন, আন্তর্জাতিক লেনদেন, জরুরি চিকিৎসা তথ্য ও মৌলিক সেবা নির্ভর কার্যক্রমও এ অবস্থায় ব্যাহত হচ্ছে। নেটব্লক্স বলছে, দেশের ভেতরে স্বাভাবিক মোবাইল ও স্থির টেলিফোন সেবা তুলনামূলক স্থিতিশীল থাকলেও বৈদেশিক সাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশ কার্যত বন্ধ রয়েছে।

ইরানে আগেও বিক্ষোভ ও রাজনৈতিক অস্থিরতার সময় ইন্টারনেট সীমিত করা হয়েছে। তবে চলমান ৬০ ঘণ্টার টানা বিচ্ছিন্নতা সাম্প্রতিক কালের মধ্যে দীর্ঘতম বলে ধারণা করা হচ্ছে।

সারাবাংলা/এনজে

ইন্টারনেট বন্ধ ইরান-ইসরায়েল সংঘাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর