Saturday 19 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক স্বরাষ্ট্র-সেতুমন্ত্রীসহ ১০ জনের নামে রেড নোটিশ জারির আবেদন

স্টাফ করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৫ ১৩:১৮ | আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ১৫:৫৯

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ঢাকা: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১০ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে এ আবেদন পাঠানো হয়। দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

অন্য আসামিরা হলেন- সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।

সাংবাদিকদের সঙ্গে মতবিনময়ের সময় চিফ প্রসিকিউটর বলেন, জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় করা মামলার পলাতক আওয়ামী লীগের সাবেক ১০ এমপি-মন্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে আইজিপিকে চিঠি পাঠানো হয়েছে। চিঠিটি প্রসিকিউটর কার্যালয় থেকে পাঠানো হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার, মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, আবদুল্লাহ আল নোমান, সাইমুম রেজা, আব্দুস সাত্তার পালোয়ান প্রমুখ।

সারাবাংলা/আরএম/ইআ

চিফ প্রসিকিউটর রেড নোটিশ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর