Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজায় গণহত্যার প্রতিবাদে ঢাকায় বিএনপির প্রতিবাদ র‌্যালি শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৫ ১৬:৫৭ | আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ১৮:০৪

নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে র‌্যালি করছে বিএনপি। ছবি: সারাবাংলা

ঢাকা: ফিলিস্তিনের গাজা ও রাফায় ইজরায়েলি হানাদার বাহিনীর বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদ এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে র‌্যালি করছে বিএনপি।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল পৌণে ৫টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ র‌্যালি শুরু হয়। র‌্যালিটি কাকরাইল, মালিবাগ, মগবাজার হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হবে।

দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী সমর্থকসহ হাজার হাজার মানুষ অংশ নিয়েছে। ছবি: সারাবাংলা

র‌্যালিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা, চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদক মণ্ডলীর সদস্য, নির্বাহী সদস্য এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী সমর্থকসহ হাজার হাজার মানুষ অংশ নিয়েছে।

র‌্যালিতে অংশ নেওয়া বিএনপির নেতা-কর্মী সমর্থকরা বাংলা, ইংরেজি এবং আরবিতে লেখা প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন বহন করছেন। দিচ্ছেন নানা ধরনের স্লোগান। ‘‘ফিলিস্তিন মুক্তিপাক, ইসরায়েল নিপাত যাক’’, ‘‘বিশ্ব মুসলিম এক হও, ইসরায়েলকে খতম কর’’ স্লোগানে প্রকম্পিত হচ্ছে রাজপথ।

এদিকে বিকেল ৪টায় র‌্যালি শুরু হওয়ার কথা থাকলেও বাদ জোহর থেকেই ঢাকার বিভিন্ন এলাকা থেকে মিছিলসহ বিএনপির নেতাকর্মী দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন। তিনটা নাগাদ নয়াপল্টন এবং এর আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। সম্ভাব্য পরিস্থিতি সামাল দিতে নয়াপল্টনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঢাকার বিভিন্ন এলাকা থেকে মিছিলসহ বিএনপির নেতাকর্মী দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন। ছবি: সারাবাংলা

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে ঢাকার মতো দেশের সব মহানগরেঅনরূপ কর্মসূচি পালন করছে বিএনপি। চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রাজশাহী, রংপুর বিভাগের কর্মসূচিতে দলের অঙ্গ ও সহযোগীসংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মী স্বতঃস্ফূর্ত অংশ নিচ্ছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এমপি

ইজরায়েল গাজায় গণহত্যার প্রতিবাদ বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর