পাবনায় নছিমন-ভ্যানের সংঘর্ষে নিহত ১, আহত ৩
১০ এপ্রিল ২০২৫ ১৭:২৬ | আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ১৯:৫২
পাবনা: পাবনার আওতাপাড়ায় আঞ্চলিক মহাসড়কে নছিমনের সঙ্গে ভ্যানের সংঘর্ষে মক্কেল আলী (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ আহত হয়েছেন আরও তিনজন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর আড়াইটা দিকে ঈশ্বরদী উপজেলার আওতা পাড়া নূরার মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত মক্কেল আলী উপজেলার সাহাপুর ইউনিয়নের রহিমপুরের বাসিন্দা আলাউদ্দিন সরকারের ছেলে। আহতদের নাম- পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, আওতাপাড়া থেকে একটি ব্যাটারিচালিত অটোভ্যান নূরার মোড়ে পৌঁছলে নছিমনের সাঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করেন। আহতদের মধ্যে এক নারীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহীতে পাঠানো হয়েছে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সারাবাংলা/এসআর