Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিয়ামতপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, আটক ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৫ ১৮:০১ | আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ১৯:৫২

প্রতীকী ছবি

নওগাঁ: নওগাঁর নিয়ামতপুরে গাছ কাটা নিয়ে দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। এ ঘটনায় জড়িত ১০ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চন্দননগর এলাকার বুধুরিয়া ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন বুধুরিয়া ডাঙ্গাপাড়া এলাকার মৃত ওছির আলীর ছেলে শরিফুল ইসলাম (৫৫) একই এলাকার মৃত আফসের আলীর ছেলে আজিজুল হক (৫৫)।

থানা সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম ও লালচানের বুধরিয়া এলাকায় পাশাপাশি জমি রয়েছে। সাইফুল ইসলামের বাবা গাছ লাগালে মাপজোক করলে গাছটি লালচানদের মধ্যে পড়ে। পরে উভয় পক্ষের সম্মতিতে সাইফুল ইসলাম বুধবার মেহগনি গাছ কাটলে বিভাদ সৃষ্টি হয়।

সকালে সাইফুল ইসলামকে লালচান তার অংশ বেড়া দিয়ে ঘিরে নিতে বললে সাইফুল ব্যস্ত আছে জানালে লালচান ও কাশেম হাজীসহ ২০-২২ জন রামদা, কুড়াল, হাসুয়া দিয়ে আক্রমণ করে। এতে ঘটনাস্থলেই শরিফুল ইসলামের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরও ১০জন।

আহতদের মধ্যে আজিজুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।

নিয়ামতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সারাবাংলা/এসআর

আটক গাছ কাটা নিয়ে দ্বন্দ্ব জমি নিয়ে বিরোধ নওগাঁ নিয়ামতপুরে সংঘর্ষে নিহত

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর