নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান গ্রেফতার
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৫ ১৮:০০
১০ এপ্রিল ২০২৫ ১৮:০০
নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলায় চার নম্বর কাদরা ইউনিয়নের চেয়ারম্যান গিয়াস উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ওই ইউনিয়নের যুবলীগের সভাপতি।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে তাকে আদালতে পাঠানো হয়। আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে সকালে ৪ নম্বর কাদরা ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার গিয়াস উদ্দিন ওই উপজেলার কাদরা ইউনিয়নের নরসিং গ্রামের আবদুল হাকিমের ছেলে।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, চেয়ারম্যান গিয়াস উদ্দিনের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এইচআই