Sunday 13 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেঘনায় নিখোঁজ লঞ্চ যাত্রীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৫ ১৮:৪৬

নিহত আবুল কালাম আজাদ মৃধা

পটুয়াখালী: জেলার কালাইয়া থেকে ঢাকাগামী লঞ্চ থেকে মেঘনা নদীতে পড়ে নিখোঁজ আবুল কালাম আজাদ মৃধার (৫২) মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজের চারদিন পর বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে চাঁদপুরের মেঘনদীর বালুর চর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে গত সোমবার (৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার ঈগল-৫ নামের একটি যাত্রীবাহী দোতালা লঞ্চ থেকে নদীতে পড়ে নিখোঁজ হন তিনি।

নিহত আবুল কালাম উপজেলার কালাইয়া ইউনিয়নের কপুরকাঠি গ্রামের হাসেম মৃধা ছেলে। তিনি চট্রগ্রামে একটি প্রিন্টিং হাউজের ম্যানেজার ছিলেন।

স্থানীয় জেলেদের মাধ্যমে খবর পেয়ে নিহত আবুল কালাম আজাদ মৃধা ছেলেসহ পরিবারের সদস্যরা ঘটনাস্থানে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

আবুল কালাম আজাদের ছেলে তাওসিফ হোসেন বলেন, তার বাবা চট্রগ্রাম যাওয়ার উদ্দেশ্যে কালাইয়া লঞ্চঘাট থেকে ঈগল-৫ নামের একটি যাত্রীবাহী দোতালা লঞ্চে উঠেন। ওই রাতে লঞ্চের কার্নিশে হাঁটাহাঁটি করার সময় চাঁদপুরের মেঘনা নদীতে পড়ে যান। দুর্ঘটনার পর চাঁদপুর ফায়ারসার্ভিসের সহায়তায় মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে সন্ধান করেও তাকে পাওয়া যায়নি। নিখোঁজের চার দিন পর স্থানীয় জেলেদের কাছ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়।

সারাবাংলা/এসআর

চাঁদপুর পটুয়াখালী মেঘনায় নিখোঁজ লঞ্চ যাত্রীর মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আজ চৈত্র সংক্রান্তি
১৩ এপ্রিল ২০২৫ ০৯:২২

আরো

সম্পর্কিত খবর