ভারতীয় নাগরিক ও ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা
১১ এপ্রিল ২০২৫ ১৭:১৯ | আপডেট: ১১ এপ্রিল ২০২৫ ১৯:৫৪
ইরানের অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্যের বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ভারতীয় ব্যবসায়ী ও তার মালিকানাধীন চার প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ প্রয়োগে’ ট্রাম্প প্রশাসনের চলমান পদক্ষেপের অংশ হিসেবে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ট্রেজারি বিভাগের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ অফিসের (ওএফএসি) তথ্য অনুসারে, ভারতীয় নাগরিক জুগবিন্দর সিং ব্রার একাধিক শিপিং কোম্পানির মালিক। এসব কোম্পানিতে সব মিলে প্রায় ৩০টি জাহাজ আছে। এর অনেকগুলোই ইরানের কাজে ব্যবহার করা হয়ে থাকে।
জুগবিন্দর সিং ব্রার সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ব্যবসার পাশাপাশি ভারতভিত্তিক শিপিং কোম্পানি গ্লোবাল ট্যাঙ্কার্স প্রাইভেট লিমিটেড এবং পেট্রোকেমিক্যাল বিক্রয় কোম্পানি বি অ্যান্ড পি সলিউশনস প্রাইভেট লিমিটেডের মালিক।
ব্রারের পাশাপাশি তার মালিকানাধীন চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে— ভারতভিত্তিক গ্লোবাল ট্যাংকার্স, বিঅ্যান্ডপি সলিউশনস এবং আরব আমিরাতভিত্তিক প্রাইম ট্যাংকার্স ও গ্লোরি ইন্টারন্যাশনাল।
ফেব্রুয়ারিতে, ওএফএসি এবং মার্কিন পররাষ্ট্র দফতর বিভিন্ন দেশের ৩০ জনেরও বেশি ব্যক্তি এবং জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল, যার মধ্যে চারটি ভারতভিত্তিক সংস্থাও ছিল। এরপর মার্চে মার্কিন যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণে ইরানি তেল কেনা এবং প্রক্রিয়াজাতকরণের জন্য একটি চীনা শোধনাগারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে, যা ২০১৮ সালে প্রথম ট্রাম্প রাষ্ট্রপতির সময় আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।
সারাবাংলা/এইচআই