পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই ফুটবল সমর্থকের মৃত্যু
১১ এপ্রিল ২০২৫ ১৯:৫৫
লাতিন আমেরিকার ফুটবলে সমর্থকদের সঙ্গে পুলিশের ঝামেলা যেন নিত্যদিনের ঘটনা। তবে এবার এই সংঘর্ষ গড়াল মৃত্যু পর্যন্ত। দক্ষিণ আমেরিকার অন্যতম বড় ক্লাব ফুটবল টুর্নামেন্ট কোপা লিবের্তাদোরেসে চিলি ও ব্রাজিলের ক্লাবের মধ্যকার ম্যাচে সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে।
কোপা লিবের্তাদোরেসে চিলির ক্লাব কোলো কোলোর মাঠে খেলতে গিয়েছিল ব্রাজিলের ক্লাব ফোর্তালিজা। ম্যাচ শুরুর আগেই শুরু হয় হট্টগোল। জানা যায়, প্রায় ১০০ জন সমর্থক টিকিট ছাড়াই স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে মাঠের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। বেশ কয়েক ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে শেষ খবর পাওয়া পর্যন্ত ২ জন সমর্থকের মৃত্যু হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নিহত দুই সমর্থকই অল্প বয়সী। এদের মধ্যে একজন ১৩ বছরের বালক, অন্যজন ১৮ বছরের তরুণী। পুলিশের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, হট্টগোলের মধ্যে স্টেডিয়ামের বেষ্টনীর নিচে চাপা পড়েই মারা গেছেন এই দুই সমর্থক।
সংঘর্ষে হতাহতের ঘটনায় ম্যাচটি বাতিল করেছে দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। তারা এই ঘটনায় দুঃখ প্রকাশ করে বিবৃতিও দিয়েছে।
সারাবাংলা/এফএম