আইপিএল ২০২৫
নিজের রেকর্ড নিজেই ভাঙলেন ধোনি
১২ এপ্রিল ২০২৫ ০৮:৩৫
ঋতুরাজ গায়কোয়ান্দের আকস্মিক ইনজুরিতে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে ফিরেছেন তিনি। দুই বছর পর আবারও হলুদ জার্সিতে টস করতে নেমেছিলেন মহেন্দ্র সিং ধোনি। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে টস করতে নেমেই নতুন রেকর্ড গড়েছেন তিনি। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে টস করতে নামার নিজের রেকর্ডটা নিজেই ভাঙলেন ধোনি।
নিজেদের মাঠে গত রাতে কলকাতার মুখোমুখি হয়েছিল চেন্নাই। ম্যাচের আগেই জানা যায়, এবারের মৌসুমের বাকিটা সময় দলকে নেতৃত্ব দেবেন ধোনি। কলকাতার বিপক্ষে টস করতে নামা ধোনির বয়স ছিল ৪৩ বছর ২৭৮ দিন। আইপিএলের ইতিহাসে এটাই সবচেয়ে বেশি বয়সে টস করতে নামার রেকর্ড।
ধোনি ছাড়িয়ে গেছেন নিজেকেই। ২০২৩ সালের ফাইনালে চেন্নাইয়ের হয়ে যখন টসে করতে নামেন, তার বয়স তখন ৪১ বছর ৩২৬ দিন। সেবার চেন্নাইকে রেকর্ড ৫ম শিরোপা জিতিয়েছিলেন ধোনি।
এই তালিকায় ধোনির পড়েই আছেন প্রয়াত শেন ওয়ার্ন। রাজস্থান রয়্যালের হয়ে ৪১ বছর ২৪৯ দিনে টস করতে নেমেছিলেন তিনি। ৪১ বছর ১৮৫ দিনে কিংস ইলেভেন পাঞ্জাবকে নেতৃত্ব দেওয়া অ্যাডাম গিলক্রিস্ট আছেন চতুর্থ স্থানে।
ধোনির রেকর্ড গড়ার রাতে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে চেন্নাই। আইপিএলে নিজেদের ইতিহাসে এই প্রথমবার টানা ৫ ম্যাচে হারলেন তারা। একই সঙ্গে নিজেদের মাঠে টানা তিন হারের তিক্ত স্বাদ পেতে হলো ধোনির দলকে। ৬ ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে তালিকার ৯ম স্থানে আছেন তারা।
সারাবাংলা/এফএম