লা লিগা
যেভাবে বড় শাস্তি থেকে বেঁচে গেল বার্সা
১২ এপ্রিল ২০২৫ ১০:০১
নিয়ম বহির্ভূতভাবে ফুটবলারকে মাঠে নামানোর অভিযোগে বড় শাস্তি চোখ রাঙাচ্ছিল তাদের। বার্সেলোনা অবশ্য এই যাত্রায় হাঁপ ছেড়ে বাঁচল। ইনিগো মার্টিনেজকে মাঠে নামানো ইস্যুতে ওসাসুনার করা অভিযোগ খারিজ করে দিয়েছে লা লিগা কমিটি।
গত ২৭ মার্চ ওসাসুনার মুখোমুখি হয় বার্সা। সেই ম্যাচে মাঠে নেমেছিলেন মার্টিনেজও। তবে তার খেলা নিয়েই ওঠে নানা প্রশ্ন। ওসাসুনা অভিযোগ করেছিল, অবৈধভাবে মাঠে নামানো হয়েছে এই স্প্যানিশ ফুটবলারকে। বার্সার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে নিয়মভঙ্গের অভিযোগ করে ওসাসুনা।
এই ম্যাচের আগে স্পেনের হয়ে নেশনস কাপের কোয়ার্টার ফাইনালে খেলার কথা ছিল মার্টিনেজের। তবে ১৭ মার্চ ইনজুরির কারণে স্কোয়াড থেকে ছিটকে যান তিনি। ওসাসুনার অভিযোগ ছিল, ফিফার নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় পার হওয়ায় আগেই মার্টিনেজকে মাঠে নামিয়ে নিয়ম ভেঙেছে বার্সা। বার্সা অবশ্য এমন অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছিল, ফিফার নিয়ম মেনেই খেলেছেন মার্টিনেজ।
ওসাসুনার করা সেই অভিযোগ দুই সপ্তাহ ধরে তদন্ত করেছে লা লিগার শৃঙ্খলা কমিটি। শেষ পর্যন্ত তাদের রায় গেল বার্সার পক্ষেই। কমিটি জানিয়েছে, মার্টিনেজকে নামিয়ে কোনো নিয়ম ভাঙ্গেনি বার্সা। রায় বার্সার বিপক্ষে গেলে ওই ম্যাচের পয়েন্ট কাটাসহ আরও কিছু শাস্তি পেতে পারত বার্সা।
ওসাসুনা অবশ্য লা লিগা কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে মোটেও সন্তুষ্ট নয়। জানা গেছে, তারা এবার স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে এই ব্যাপারে আপিল করবে।
সারাবাংলা/এফএম