৫ বিভাগে বৃষ্টির পূর্বাভাস, ঢাকার আকাশও মেঘলা
১২ এপ্রিল ২০২৫ ১০:৫৭ | আপডেট: ১২ এপ্রিল ২০২৫ ১৫:৩২
ঢাকা: উত্তরাঞ্চলসহ দেশের ৫ বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এই বৃষ্টিপাত আরও দুই দিন অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে। তবে রাজধানী ঢাকার আকাশও এদিন মেঘলা। সকালে রোদের দেখা মিললেও সাড়ে দশটার দিকে রোদের তীব্রতা কম দেখা গেছে শহরের কোথাও কোথাও।
শনিবার (১২ এপ্রিল) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
একই পরিস্থিতি থাকতে পারে রোববারও (১৩ এপ্রিল)। ওইদিনও রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
সোমবার (১৪ এপ্রিল) বৃষ্টি হতে পারে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায়। এ সকল স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছেনা।
মঙ্গলবারও (১৫ এপ্রিল) বেশ কয়েকটি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। ওইদিন সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন চলতি সপ্তাহের পুরো সময়ই বৃষ্টির প্রবনতা থাকতে পারে। সপ্তাহ শেষে তাপমাত্রা কিছুটা কমতে পারে।
এদিকে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।
সারাবাংলা/জেআর/এনজে